ক্রোধ হৃদরোগ বৃদ্ধি করে
ক্রোধের কারণে হৃদ্রোগের সম্ভাবনা তিনগুন বৃদ্ধি পায়৷ যাঁরা কথায় কথায় চট করে রেগে যান, ৫৫ বছর বয়স হওয়ার আগেই তাদের হৃদরোগের ঝঁুকি স্বাভাবিক আচরণকারীদের তুলনায় বেশী৷ এমনকি রাগান্বিত হওয়ার দুই ঘন্টার মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় আশঙ্কাও দ্বিগুণ থাকে৷ উপরিউক্ত অভিমত দিয়েছেন আমেরিকার বিখ্যাত জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের এক গবেষক৷
- Read more about ক্রোধ হৃদরোগ বৃদ্ধি করে
- Log in to post comments