ক্রোধের কারণে হৃদ্রোগের সম্ভাবনা তিনগুন বৃদ্ধি পায়৷ যাঁরা কথায় কথায় চট করে রেগে যান, ৫৫ বছর বয়স হওয়ার আগেই তাদের হৃদরোগের ঝঁুকি স্বাভাবিক আচরণকারীদের তুলনায় বেশী৷ এমনকি রাগান্বিত হওয়ার দুই ঘন্টার মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় আশঙ্কাও দ্বিগুণ থাকে৷ উপরিউক্ত অভিমত দিয়েছেন আমেরিকার বিখ্যাত জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের এক গবেষক৷
ক্রোধের সময় এ্যাড্রেনালিন ও নরএ্যাড্রেনলিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়, এটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েসনে অভিমত৷ এই হরমোন দুটি রক্তনালিকে সংকুচিত করে হৃদস্পন্দন বাড়ায়৷ ফলে বৃদ্ধি পায় রক্তচাপও৷ স্বাভাবিক সময়ে প্রাপ্তবয়স্কদের হৃৎস্পন্দনের হার প্রতিমিনিটে হয় ৭০ থেকে ৮০৷ আবার ক্রোধের সময় এই স্পন্দনের হার হতে পারে ১৮০ বা তারও বেশী৷ এ প্রসঙ্গে উল্লেখ্য যে প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক রক্তচাপ থাকে ১২০/৮০৷ আর রাগের সময় তা বেড়ে হতে পারে ১২০/১৩০৷ এর কারণে হতে পারে হার্ট অ্যাটাক৷ মস্তিষ্কের অত্যন্ত সরু রক্তনালী ছিঁড়ে গিয়ে হতে পারে স্ট্রোক৷ রাগের সময় শরীরের রক্তকণিকা ও অণুচক্রিকার মাধ্যমে রক্ত জমাট ধার প্রবণতা বেড়ে যায়৷ রক্ত জমাট বেধেঁও যায়৷ এই জমাট ধা রক্ত হৃৎপিণ্ডের ধমনিতে প্রবেশ করলে হার্ট অ্যাটাক ঘটাতে পারে আর মস্তিষ্কের সরু রক্তনালিতে গেলে ব্রেইন স্ট্রোক হয়৷
- Log in to post comments