দুই বাঁড়ুজ্জে
ভাষাতত্ত্ব প্রসঙ্গে মনে রাখতে হবে যে বিধির সাথে নিষেধ অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে৷ ‘হয়’–কে বাদ দিলে ‘নয়’ পুষ্ট হয় না, আবার ‘নয়’–কে বাদ দিলে ‘হয়’–এরও পায়ের তলায় জমি থাকে না৷ একথা সর্বক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য৷ তাই ভাষাতত্ত্বের ব্যাপারে একথা আমাদের মনে রাখতে হবে––মূল নিয়ম মনে রাখি বা না রাখি ব্যতিক্রমগুলো (হিন্দীতে ‘অপবাদ’) যত ৰেশী মনে রাখি ততই ভাল৷ ইংরেজীতে যেমন একক ব্যঞ্জনের পূর্বে যদি একক স্বরবর্ণ থাকে তাহলে ওই ব্যঞ্জনের পরে কোনো প্রত্যয় লাগলে ব্যঞ্জনের দ্বিত্ব হবে৷ যেমন ‘Fit’ কিন্তু ‘Fitting’, ‘Fitted’ ইত্যাদি৷ আবার এর ব্যতিক্রমও রয়েছে৷ যেমন ‘Benefit’৷ এক্ষেত্রে ‘t’–এর পরে প্রত্যয় লাগলেও শে