আমঝরিয়ায় হাওড়া হরিপরিমণ্ডল গোষ্ঠীর কীর্ত্তন
গত ১৮ই সেপ্ঢেম্বর আমঝরিয়ায় অখণ্ড কীর্ত্তনে অংশগ্রহণ করেন হাওড়া হরিপরি মণ্ডল গোষ্ঠী পরিচালনা ছিলেন সুশান্ত শীল৷ প্রসঙ্গত ১৯৭০ সালের ৪ই অক্টোবর ঝাড়খণ্ডের রাচীর নিকটবর্তী আমঝরিয়া ফরেস্ট হাউসে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অষ্টাক্ষরী মহানাম মন্ত্র ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন প্রবর্তন করেন৷ সেই পবিত্র মুহুর্ত্ত স্মরণ করে আমঝরিয়ায় চলছে অখণ্ড কীর্ত্তন