মানব ধর্ম

লেখক
কৌশিক খাটুয়া

ধর্ম মানুষের এক ও অভিন্ন

ভাগবত ধর্ম সে কথা কয়,

ধর্মমত হয় নানান, ভিন্ন,

বিভেদ-বিবাদে পাই পরিচয়৷

 

ধর্ম সবার গ্রহণযোগ্য

বিশেষ জনগোষ্ঠীর ধর্মমত

জীব, জড়ে আছে নিজ ধর্ম

মানুষের কেন হাজার মত?

 

ধর্ম আনে বিশ্ব-ভ্রাতৃত্ব

ধর্মমতে রক্তক্ষয়,

ধর্ম জীবনে নিত্য, সত্য,

মানব জীবনে কল্যাণময়৷

 

ধর্ম শেখায় জীবনে একতা

ভ্রাতৃত্বের সখ্যতা,

ধর্মমতে অলীক বিধান

জনগোষ্ঠীর ভাবজড়তা৷

 

এগিয়ে চলার শপথ নিয়ে

মানব ধর্ম প্রবর্তন,

সার্বিক মঙ্গলময় রূপরেখা

নিহিত চিরন্তন৷

 

ধর্মমতের আচার-বিচার

বিভেদের বীজবপন,

সীমিত মানুষের চিন্তায় রত

ভাবনা - প্রবন মন৷

 

দূর কেহ নয় পর কেহ নয়

নব ভাবনায় ‘মানবতাবাদ’

সীমিত লোকের স্বার্থরক্ষা

জন্ম নেয় বিচ্ছিন্নতাবাদ৷

 

মানুষের দাবী ---

তারা সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্ট,

নিজেদের মাঝে বিভেদ আনিলে

স্রষ্ঠা যে পায় কষ্ট৷

 

পরমপিতার সন্তান মোরা

পিতার ধর্ম গৃহীত,

কল্যাণকর যা কিছু আছে

সবকিছু তাতে নিহিত৷

 

উপযোগ হোক বিধাতার বৈভব

শুধু মানুষ নয় প্রতিটি জীবের তরে,

মিলেমিশে করি একাত্ম অনুভব

প্রকৃতিতে তাঁর সম্পদ আছে ভরে৷