বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সুইডেনে খেলতে নেমেছে বঙ্গের সিন্ড্রেলা দাস
ইয়াও রুইজুয়ানের বিরুদ্ধে খেলার সময় একটু বেশিই সতর্ক থাকতে হয় তাকে৷ চিনের টেবল টেনিস খেলোয়াড়ের টপ স্পিন সামলানোর জন্য আগে থেকেই কোচের সঙ্গে পরিকল্পনা ছকা থাকে৷ তার পরেও টেবিলে রুইজুয়ানের টপ স্পিনের মোকাবিলা করা মোটেই সহজ নয়৷ কলকাতার সিন্ড্রেলা দাস তাই কাজে লাগায় নিজের শক্তি৷ আক্রমণাত্মক শট৷ সার্ভিস ও তার পরের শটেই পয়েন্ট জিতে নেওয়া৷ বড় র্যাালির দিকে তাকিয়ে না থেকে দ্রুত পয়েন্ট জেতার চেষ্টা করে সে৷