বাঙালিদের নিজস্ব বাসভূমি কোথায়?
বাঙালির দেশ কোনটি? এই প্রশ্ণ আজ বাঙালিদের সামনে বড় হয়ে দেখা দিয়েছে৷ অসম, বিহার, মণিপুর, ঝাড়খণ্ড, ওড়িষ্যা, ত্রিপুরা, আন্দামান, দণ্ডকারণ্য সহ বর্তমান ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালি বিতাড়ণ চলছে৷ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দেশ ভাগের কুফল হিসেবে আজও হিন্দু বাঙালি মুসলমান বাঙালি বিতাড়িত হয়ে চলেছে৷ পশ্চিমবঙ্গে কুর্মী বাঙালী, রাজবংশী বাঙালী , মতুয়া বাঙালী করে বাঙালীদের বিচ্ছিন্ন করার পাঁয়তারা চলছে৷ আরাকান বাঙলার বাঙালিদের দুর্দশার চিত্র তো বিশ্ব বিবেক কেড়েছে৷ কিন্তু কেন? বাঙলা ও বাঙালির এত দুরাবস্থার পিছনে কারনটাই বা কী?
- Read more about বাঙালিদের নিজস্ব বাসভূমি কোথায়?
- Log in to post comments