২৩শে জানুয়ারীর কিছু কথা কিছু ভাবনা
রাস্তাটা দিয়ে প্রায়ই যাই, কখনো চোখে পড়েনি৷ আজ পড়লে৷ মূর্তিটার চারপাশে বাঁশের ভাড়া বাঁধা৷ হঠাৎ কেন? ভালোই তো ছিল---কাক শালিখের আশ্রয়স্থল!
সামনে ২৩শে জানুয়ারি৷ নেতাজি, তোমায় স্মরণ করতে হবে না! সারা বছর তো কাক শালিখের....ভরা থাকে৷ এই একটা দিনের জন্যে একটু ঘসে মেজে ঝক ঝকে করে নিতে হবে৷ তারপর সারা বছর কে আর তোমায় মনে রাখে! কতোই তো খোঁজা হলো, কোথায় গেলে! আজকাল আবার সোসাল মিডিয়া---না কী বলে?...ফেক নামে ভেক নামে কতোই না লেখালেখি! তবু তুমি কোথায়--- কেউ জানে না৷
- Read more about ২৩শে জানুয়ারীর কিছু কথা কিছু ভাবনা
- Log in to post comments