লেখক
শঙ্কর মণ্ডল
সেদিন ছিল সকাল বেলা অন্য একটা সকাল
পরিপাটি হাসি-খুশি চলবে অবধি বিকাল
তপ্ত দহণ তপ্তগহণ জ্যৈষ্ঠ মাসের শেষে
তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত ইচ্ছামতীর দেশে
আকুল মনের ব্যাকুল প্রাণ ঘূর্ণিচাপের মন
কতক আশায় কতক নেশায় চলল সর্বোক্ষণ
হাতের মধ্যে হাতটি রাখা মনের মধ্যে মন
ইছামতীর সুখের স্মৃতি অস্থায়ী যতন
ইচ্ছে করেই ঘাটের ধারে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ
সুখের স্মৃতি রাঙা হল মনের বিসর্জন৷
- Log in to post comments