মহাপ্রয়াণ দিবস স্মরণে

যদিও পরমপুরুষ কালের পরিধির বাইরে তবুও তিনি যদি কালের গণ্ডিতে আবদ্ধ হন, তখন আমরা নোতুন কিছু পাই কি? পরমপুরুষ দেশ বা পাত্রেরও বাইরে কিন্তু এদের সংস্পর্শে তিনি যদি এসে গেলেন তাহলে কী হতে পারে? সেই অবস্থায় আমরা বলি যে পরমপুরুষ তারকব্রহ্মরূপে এসেছেন৷ সেক্ষেত্রে তারকব্রহ্ম এক নির্দিষ্ট দিনে জন্ম নেন আর তেমনি নির্দিষ্ট দিনে পৃথিবী থেকে বিদায় নেন তিনি পাঞ্চভৌতিক আধারের আশ্রয় নেন আবার তাঁর সেই পার্থিব দেহের মহাপ্রয়াণও হয়৷ এসব কোনোটাই অবাস্তব নয়৷ এখন আমরা জানি যে পরমপুরুষ বিশ্বব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা হিসেবে, পুরুষোত্তম হিসেবে নৈর্ব্যষ্টিক সত্তা৷ কিন্তু যখন তিনি দেশ-কাল-পাত্রের আপেক্ষিকতার মধ্যে এসে গেলেন তখন তিনি আর নৈর্ব্যষ্টিক সত্তা থাকলেন না৷ তখন তিনি হয়ে গেলেন বৈয়ষ্টিক সত্তা--- অত্যন্ত কাছের, অত্যন্ত নিকট সম্পর্কযুক্ত৷ আর তিনি হলেন আমাদের তারকব্রহ্ম৷ (শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আনন্দবচনামৃতম্‌ দ্বাদশখণ্ডের ‘তারকব্রহ্মের আগমণ’ থেকে সংগৃহীত)