পৃথিবীটা এক রঙ্গমঞ্চ
জীবন মনোহর নাটক,
অজস্র চরিত্রে অভিনয় রত
নাটকে জীবন আটক৷
জীবন-নাট্যের তুমি রূপকার
জীবনের শুভ সূচনায়,
তুমি লিখে চল উপসংহার
ভরা আনন্দ-বেদনায়!
যা’ লেখা রয়েছে জীবন-নাটকে
জীবনের মূলধন,
বিধিলিপি বল, ললাট-লেখন
খণ্ডাবে কোন জন?
পার্থিব বৈভবে নিহিত রয়েছে
সুখ-শান্তির খোঁজ,
সেই ধারণার বশবর্তী হয়ে
ছুটি অন্ধের মতো রোজ৷
সম্বিত যখন ফিরল তখন
শুনি আহ্বান বাণী,
নোতুন ঊষার দুয়ার খুলেছে
তোরণে আঘাত হানি৷
ঘাত-প্রতিঘাতে ভরা এ’ জীবন
সাবলীল, দূর্গম,
সদা সাথে থাকো তুমি যে আমার
সুন্দর মনোরম!
কান্না-হাসি মোহন বাঁশি
জীবন তো নিঃসংশয়,
আলো-আঁধারের লুকোচুরি খেলায়
রয়েছো জ্যোতির্ময়৷
এ’ভাবে জীবন আসে আর যায়
ভরে থাকে ধরাতল,
সংস্কার-বলে নিত্য সাধনে
হই সংশোধিত নির্মল৷
আমার যা’ আছে সবই তব দান
নিঃস্ব বৈত নয়,
প্রণিপাতে মোর আত্মসমর্পণ
জয় তোমারই জয়!
- Log in to post comments