নুতন-পুরাতন

লেখক
কৌশিক খাটুয়া

পুরাতন হয়ে গেছে হারিকেন--

পুরাতন হয়ে গেছে কালি-ঝরা পেন,

পুরাতন হয়ে গেছে তালপাতার পাখা,

ধূলোর আস্তরণে অবহেলায় ঢাকা৷

পুরাতন হয়ে গেছে হেঁসেলে শিল-নড়া,

পুরাতন হয়ে গেছে জল রাখা ঘড়া৷

সংসারে পুরাতন পিতা, পিতামহ,

হাঁপানি কাশিতে তারা ভূগে অহরহ৷

নব প্রজন্ম ভাবে বুঝি চলে গেলে বাঁচি,

এদের সেবার তরে মোরা বেঁচে আছি!

পুরাতন হয়না কেন আকাশের চাঁদ ,

সবারে ভাগ্ণে বলে পেতেছে সে ফাঁদ!

রবি মামা সব যুগে সবার মাতুল,

এ’’ কথা সবার জানা, নয় সেতো ভূল!

এদের মুখে দেখি নাই বয়সের ছাপ,

হাসি মুখে আলো দেয়, দেয় উত্তাপ!

আকাশের তারাগুলি মিটি মিটি চায়,

নীরব সাক্ষী তারা, সব দেখে যায়৷

বয়স্ক পাকা মাথা হোকনা প্রাচীন,

তবু তার অভিজ্ঞতা নয় অর্বাচীন৷