সংবাদ দর্পণ

প্রভাত সঙ্গীত দিবস উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৪ই সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগরে ৪২তম বার্ষিকী প্রভাত সঙ্গীত দিবসে আনন্দমার্গ হাইস্কুলে হোষ্টেলর ছাত্র ও শিক্ষকগণ প্রথমে ঈশ্বর প্রণিধান শেষে প্রভাত সঙ্গীত পরিবেশন, প্রভাত সঙ্গীত সমাজ কল্যাণের জন্যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে ছাত্রদের মধ্যে আলোচনা করেন আচার্য গুরুদত্তানন্দ অবধূত, আচার্য মুক্তানন্দ অবধূত ও স্কুলের শিক্ষক মনোজ কুমার সেনাপতি৷ উমা নিবাস আনন্দমার্গ গার্লস কলেজেও পালিত হয়৷

আনন্দমার্গ বিধিতে শুভবিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩০শে সেপ্ঢেম্বর’২৪ আনন্দনগর সিংঘাঘরা নিবাসী সুভাষ ও চপলা মাহাতোর একমাত্র পুত্র তপনের(সফওয়্যার ইঞ্জিনিয়ার) সহিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট-জলঘর নিবাসী ভগীরথ ও আলতা বর্মনের দ্বিতীয় কন্যা পুষ্পিতার (গভর্নমেন্ট স্কুল শিক্ষিকা) আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে জলঘর নিজ বাসভবনে প্রভাতসঙ্গীত (ভজন), কীর্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান সহযোগে এক আধ্যাত্মিক পরিমণ্ডলে বৈপ্লবিক শুভ বিবাহ অনুষ্ঠিত হয়৷ আচার্য মোহনানন্দ অবধূত উপস্থিত আমন্ত্রিত অতিথিবর্গদের কাছে আনন্দমার্গ বিবাহের বৈশিষ্ট্য কী এ সম্বন্ধে ব্যাখ্যা করেন৷ পাত্র পক্ষে পৌরহিত্য করেন রায়গঞ্জ ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যলীলানন্দ অবধূত ও পাত্রী পক্ষে ডায়োসিস সেক্রেটারী (মহিলা) অবধূতিকা আনন্দ সুধাসরিতা আচার্যা৷

নদীয়া জেলার মদনপুরে অখন্ডকীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেই ১৫ই সেপ্ঢেম্বর নদীয়ার মদনপুরের বিশিষ্ট আনন্দমার্গী দাদা প্রয়াত নিখিল চন্দ্র দাস ও দিদি শ্রীমতী মায়া দাস দিদির বাসগৃহে তাঁর পুত্র শ্রীতাপস দাস ও শ্রীমতী রীণা দাস এর উদ্যোগে সকাল ৯টা ৩০মিঃ থেকে বেলা ১২টা ৩০ মিঃ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ’বাবানাম কেবলম’’ অখন্ড সংকীর্তন অনুষ্ঠিত হয়৷ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে পঞ্চাষোর্ধ ভক্তবৃন্দ কীর্তন অঙ্গনে উপস্থিত হ’য়েছিলেন৷ ভক্তবৃন্দের অখন্ড কীর্তনের মধুমুর্চ্ছনায় আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ অনাবিল আনন্দে ভক্তিআপ্লূত হৃদয়ে কীর্তনে অংশ গ্রহণ করে তাঁরা নিজেদের ধন্য করেন৷ কীর্তন শেষে মিলিত সাধনা গুরুপুজা হয়৷ স্বাধ্যায় করেন কণিকা দাস৷

প্রভাতসঙ্গীত ও কীর্তন পরিচালনা করেন শ্রীপ্রশান্ত শীল, অণুপ্রিয়া দেব, শ্রীমতী তপতী ঘোষ, ব্রহ্মাচারিণী শুদ্ধা আচার্যা, শ্রীমতীকাজল সরকার, শ্রীমতীকাকলী মন্ডল, প্রমুখ৷ সঙ্গতেবিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীস্বরুপানন্দ দে ও শ্রীবিবেক সরকার৷ কীর্তন মহিমা নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন---অবধূতিকা আনন্দরেখা আচার্যা, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, নদীয়া ভুক্তির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস প্রমুখ৷ অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক জনকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন-- শ্রী তাপস দাস, শ্রীমতী রীণা দাস ও দেবদত্তা দাস৷

আনন্দমার্গ বিধিতে জন্মদিন পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১১ই সেপ্ঢেম্বর’২৪ ছটকা নিবাসী দিব্যেন্দু ও মৈত্রেয়ী মণ্ডলের একমাত্র পুত্র ও প্রথম সন্তান দেবপ্রিয় মণ্ডলের ৫ম জন্মবার্ষিকী জন্মদিন আনন্দমার্গ চর‌্যাচর‌্য বিধিমতে পালন করা হয়৷ এই উপলক্ষ্যে তিনঘণ্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় শেষে বয়স্করা মঙ্গল তিলক ও আশীর্বাদ দিয়ে কল্যাণ কামনা করা হয়৷ প্রীতি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়৷

উদং-এ অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়া জেলার আমতা ব্লকের উদং গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীমতি সুচিত্রা রীতের বাসগৃহে গত ২২শে সেপ্ঢেম্বর ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে জেলার বাসগৃহে সমবেত হয়ে কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন মহাব্রত ব্রহ্মচারী ও ভদ্রেশ্বর অধিকারী৷ সহযোগিতায় ছিলেন সৈকত ভৌমিক, বাপি মান্না প্রমুখ৷ কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন মহাব্রত ব্রহ্মচারী৷

কৃষ্ণগঞ্জ ব্লক লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ আনন্দমার্গ স্কুলে ২৫ শোর্ধ আনন্দমার্গীর উপস্থিতিতে গত ১৫ই সেপ্ঢেম্বর ২০২৪ রবিবার কৃষ্ণগঞ্জ ব্লক লেবেল সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মুল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন নদীয়া ভুক্তিকমিটির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট তাত্বিক ও সু-বক্তা শ্রী গোরাচাঁদ দত্ত, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ সেমিনার পরিচালনা করেন নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷

বার্ষিক ২৪ ঘণ্টা অখণ্ড নাম-সংকীর্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৭-৮ সেপ্ঢেম্বর২৪ টাটোয়ারা গ্রামের বার্ষিক অখণ্ড নাম সংকীর্তন বাবা নাম কেবলম মিলিত ঈশ্বর-প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায়, তত্ত্বসভা ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ ৭ই সেপ্ঢেম্বর’২৪ টাটুয়ারা আনন্দমার্গ জাগৃতি ভবনে বেলা ১২টায় অখণ্ড নামসংকীর্তন শুভারম্ভ হয়৷ এখানকার আনন্দমার্গীরা খুবই কীর্তন প্রিয়৷ আনুষ্ঠানিক কীর্তন ছাড়াও পাক্ষিক তিনঘণ্টা সান্ধ্য অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্তন পালা করে বিভিন্ন গৃহে 25

হাওড়ায় কৌশিকী দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্ঢেম্বর হাওড়া-আন্দুল খটির বাজার আনন্দমার্গ আশ্রমে কৌশিকী দিবস পালন করা হয়৷ এই উপলক্ষ্যে উপস্থিত মার্গী ভাই বোনদের কৌশিক প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষক ছিলেন সুশান্ত শীল, আচার্য লোপামুদ্রা ব্রহ্মচারিনী ও ভারতী কুন্ডু৷ পরিচালনা করে সেবাধর্মে মিশনের কর্মী বৃন্দ৷

রানাঘাটে ব্লক লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্থানীয় আনন্দমার্গীদের অকুন্ঠ সহযোগিতায় ৫০ শোর্ধ আনন্দমার্গীর উপস্থিতিতে গত ২৯শে সেপ্ঢেম্বর ২০২৪ রবিবার নদীয়া জেলার অন্তর্গত রানাঘাট ব্লক ১ এর সেমিনার অনুষ্ঠিত হ’ল নদীয়া জেলার (পানপাড়া, হবিবপুর) দুর্গাপুর আনন্দমার্গ স্কুলে৷ সেমিনারে আনন্দমার্গ দর্শনের ‘সাধনা’ বিষয় নিয়ে মুল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন কৃষ্ণনগর ডিটএস ---এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ সূকলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা ও আনন্দমার্গ দর্শনের ‘প্রমা’ বিষয়ে আলোচনা করেন---গৌরাঙ্গ ভট্টাচার্য৷ সেমিনারটি পরিচালনা করেন নদীয়ার ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ভুক্তি কমিটির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস ও স্থানীয় ইউনিট সেক্রেটারী সুকান্ত বিশ্বাস৷ সেমিনারে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানান্দ অবধূত৷ বিশিষ্ট তাত্বিক ও সু-বক্তা শ্রী গোরাচাঁদ দত্ত, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ শ্রী আনন্দ মন্ডল,শ্রীগোবিন্দবিশ্বাস, রাওয়া সচিব শ্রীবিকাশ মন্ডল প্রমূখ

সারাবছর করে আসছেন৷ আনন্দমার্গ গুরুকুল দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৯৯০সালের ৭ই সেপ্ঢেম্বর মহান দার্শনিক ও শিক্ষাগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ‘আনন্দমার্গ বোর্ড অব এডুকেশন’কে বৃহৎ রূপরেখা দিয়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেন৷ নতুনভাবে ‘আনন্দমার্গ গুরুকুল’ প্রতিষ্ঠা করেন৷ বিশ্বব্যাপী আনন্দমার্গ গুরুকুলের পরিকাঠামোর রূপরেখা, গুরুকুল বিশ্ববিদ্যালয়, পরিচালন পদ্ধতি, বিভিন্ন ফ্যাকাল্টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন৷ আনন্দমার্গে এই দিনটিকে গুরুকুল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে৷ আনন্দনগরে ৭ই সেপ্ঢেম্বর’২৪ আনন্দমার্গ গুরুকুলের পক্ষ থেকে আচার্য মুক্তানন্দ অবধূত আনন্দমার্গ হাইস্কুলে একটি আলোচনা সভার আয়োজন করেন৷ বয়োজ্যেষ্ঠ শিক্ষক আচার্য মোহনানন্দ অবধূত, আনন্দমার্গ হাইস্কুলের প্রধান শিক্ষক আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত ও আচার্যা শ্রীমতী প্রভাসুদ আলোচনায় অংশ গ্রহণ করেন৷ অঙ্কন, হস্তরেখা ও কৌশিকী নৃত্য প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরষৃকত করা হয়৷ আনন্দমার্গ গার্লস হাইস্কুলেও গুরুকুল দিবস পালিত হয়৷