সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যেই ১৫ই সেপ্ঢেম্বর নদীয়ার মদনপুরের বিশিষ্ট আনন্দমার্গী দাদা প্রয়াত নিখিল চন্দ্র দাস ও দিদি শ্রীমতী মায়া দাস দিদির বাসগৃহে তাঁর পুত্র শ্রীতাপস দাস ও শ্রীমতী রীণা দাস এর উদ্যোগে সকাল ৯টা ৩০মিঃ থেকে বেলা ১২টা ৩০ মিঃ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ’বাবানাম কেবলম’’ অখন্ড সংকীর্তন অনুষ্ঠিত হয়৷ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে পঞ্চাষোর্ধ ভক্তবৃন্দ কীর্তন অঙ্গনে উপস্থিত হ’য়েছিলেন৷ ভক্তবৃন্দের অখন্ড কীর্তনের মধুমুর্চ্ছনায় আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ অনাবিল আনন্দে ভক্তিআপ্লূত হৃদয়ে কীর্তনে অংশ গ্রহণ করে তাঁরা নিজেদের ধন্য করেন৷ কীর্তন শেষে মিলিত সাধনা গুরুপুজা হয়৷ স্বাধ্যায় করেন কণিকা দাস৷
প্রভাতসঙ্গীত ও কীর্তন পরিচালনা করেন শ্রীপ্রশান্ত শীল, অণুপ্রিয়া দেব, শ্রীমতী তপতী ঘোষ, ব্রহ্মাচারিণী শুদ্ধা আচার্যা, শ্রীমতীকাজল সরকার, শ্রীমতীকাকলী মন্ডল, প্রমুখ৷ সঙ্গতেবিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীস্বরুপানন্দ দে ও শ্রীবিবেক সরকার৷ কীর্তন মহিমা নিয়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহণ করেন---অবধূতিকা আনন্দরেখা আচার্যা, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, নদীয়া ভুক্তির শিক্ষা সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস প্রমুখ৷ অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক জনকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন-- শ্রী তাপস দাস, শ্রীমতী রীণা দাস ও দেবদত্তা দাস৷