প্রিয়তম তুমি মোর

লেখক
কৌশিক খাটুয়া

থাকো অবিকার নয় নিরাকার

উপলব্ধিতে তোমাকে চাই,

পঞ্চেন্দ্রিয়র ঊর্দ্ধলোকেতে

কৃপা করে লহ হৃদয়ে ঠাঁই৷

 

নিত্য নূতন তুমি সনাতন

অপরিণামদর্শী তোমাকে মানি,

অনু থেকে ধরা পরিচালনায়

অলক্ষ্যে রত তাহাও জানি৷

 

সব কাজে আছো ধরায় বিরাজো

সে’ কথা কাহারো অজানা নয়,

ছাড়িতে চাহিলে ছেড়ে নাহি যাও

 তবে কেন পাই অযথা ভয়!

 

রয়েছো আমার আবেগ উদ্বেগে

 শত ভাবনার মধ্য মনি,

হাসি-ক্রন্দনে প্রেম-বন্ধনে

অন্ধ বিবরে হীরকের খনি!

 

শত সমস্যা যবে বোঝা হয়

পাহাড়-প্রমাণ অচলায়তন,

তব কৃপা কণা অপার করুণা

সহজ সমাধানে করিয়া যতন৷

 

না বলে এসেছো অচেনা অতিথি

ভাবে-অভাবে ঢালো প্রেম-প্রীতি,

বিশুষ্ক মনে ঢেলে দিলে গীতি

 কোন জনমের পূণ্য ফলে!

এসেছো যখন থাকো কিছুক্ষণ

পথের নিশানা যাওগো বলে৷

 

এত ভাব দিলে এত ভাষা দিলে

 এত সুর এত গান

যে গান শ্রবণে ভরে মন-প্রাণ

 আলোড়িত ধরাধাম!

 

ছিনু নিদ্রামগ্ণ তন্দ্রাচ্ছন্ন

 জড়তা জড়ানো সুপ্তিতে,

ভরিল এমন আলোর প্লাবন

 ভাবালোকের দীপ্তিতে৷

 

অলোক ভূলোক গোলক জানিনা

 প্রতি পলে পলে তোমাকে চাই,

আলো ঢেলে দাও আঁধার ঘুঁচাও

 তোমার চরণে লইব ঠাঁই৷