আরও দু’বছর ইস্টবেঙ্গলে ক্রেসপো
আরও দু’বছরের জন্য ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাউল ক্রেসপো৷ ২০২৫-২৬ মরসুম পর্যন্ত লাল-হলুদ জার্সি পরে খেলবেন স্পেনের মিডফিল্ডার৷ মঙ্গলবার ক্রেসপোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার খবর ঘোষণা করেছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ৷
গত মরসুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন ক্রেসপো৷ দলের খেলার তৈরি দায়িত্ব অনেকটাই থাকত ২৭ বছরের ফুটবলারের উপর৷ তাঁর উপর ভরসা রয়েছে কোচ কার্লেস কুয়াদ্রাতেরও৷ তাই ক্রেসপোকে ধরে রাখার জন্য ক্লাব কর্তাদের বলেছিলেন কোচ৷ সেই মতো তাঁর সঙ্গে আরও দু’বছরের চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল৷