উপধর্ম

লেখক
সুকুমার রায়

ধর্ম হয় সত্যবলি যারে

উপধর্মের রকম কত সংসারে,

ভবে গুরু কত মার্র্কধারী

নবাবী বেশে করছে দখলদারী৷

ধর্মমূলে নেইত মহড়া

বাহ্যিক তামাসায় গড়া

বাক্যবাণের বিদ্বেষ লড়াই৷

বিচার বুদ্ধির কথা নাই---

গুরুজীর হাতে বাঁধা পুতুল

অন্ধমনে আবোল তাবোল

বিদ্যাবুদ্ধি যশ থাকুক যত

অলৌকিকতার ফাঁদে নত

মানবে মিলন কোন মতে

শুভবুদ্ধি আর হয় না তাতে৷৷