জাতীয় শিক্ষা নীতি প্রতিবাদ সর্বস্তরে -- বিপন্ন হবে ভারতের অখণ্ডতা
জাতীয় শিক্ষানীতির নামে পিছনের দরজা দিয়ে হিন্দী চাপনোর কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার তাছাড়া শিক্ষাক্ষেত্রে বিদেশী অনুপ্রবেশও শিক্ষাকে ব্যয়বহুল করবে উচ্চশিক্ষা মধ্যবিত্তের আওতার বাইরে চলে যাবে এমনটাই মনে করছে অভিজ্ঞ শিক্ষাবিদরা বুদ্ধিজীবি, শিক্ষামহল, বিরোধী দল প্রতিবাদ সর্বস্তরে শুরু হয়েছে বৈষম্যমূলক শিক্ষানীতি ও পিছনের দরজা দিয়ে হিন্দি চাপানোর বিরুদ্ধে।