October 2023

আসুরী শক্তি করো খর্ব

স্নেহময় দত্ত

বর্ষার জল ভরা মেঘের বিদায়, নীল অম্বর মাঝে শুভ্র মেঘের নিরুদ্দেশে ভেসে চলা, ধরার বক্ষে শ্যামের প্লাবন, ভোরের বাতাসে হিমেল ভাব আর শিউলির সুবাস, শিশিরসিক্ত শ্যামল তৃণরাজি বনে বনে কুশ-কাশের সমারোহ---আনে নতুন এক আমেজ৷ প্রকৃতির রূপ বৈচিত্র্যের এই কালিক পরিবর্তনই বুঝিয়ে দেয় শরৎ এসেছে৷ প্রকৃতির এই পরিবর্তন মানুষের হৃদয়েও আনে পরিবর্তন---আনে আনন্দের জোয়ার---উৎসবের মেজাজ৷ ঋষি প্রভাতরঞ্জন সরকার তাঁর রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতে শরৎ ঋতুর বর্ণনায় বলেছেন---

‘‘শরৎ তোমার সুরের মায়ায় আকাশ-বাতাস মাতালো৷

দূর নীলিমার সুধারাশি ধরার জীবন রাঙালো৷৷’’

আরো একটি গানে বলেছেন,

কীর্ত্তন মহিমা

মানুষের অস্তিত্ব স্থূল, সূক্ষ্ম ও কারণ এই তিন জগতেই৷ মানুষ কেবলমাত্র পাঞ্চভৌতিক জীব নয়, কেবল মানসিক জীবও নয়, আবার শুধুমাত্র আত্মিক সত্তাও নয়৷ তিনে মিলে মানুষের অস্তিত্ব৷ মানুষের অভিব্যক্তিগুলো, অভিস্ফূর্ত্তিগুলো তিনটি তত্ত্বেই, তিনটি স্তরেই হয়ে থাকে৷

তোমাদের জীবনব্রত

মানুষ শুধুমাত্র তার জ্ঞান, ৰুদ্ধি অথবা সামাজিক মর্যাদা দিয়ে একটা মহান আদর্শকে প্রতিষ্ঠা করতে পারে না৷ একমাত্র নিজের আচরণের মাধ্যমেই সে এটা করতে পারে৷ আধ্যাত্মিক সাধনার দ্বারাই মানুষের আচরণের পরিশুদ্ধতা আসে৷ এর জন্যে তার তথাকথিত উঁচু বংশে জন্মগ্রহণ করার বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নেবার দরকার নেই৷ এতে বরং তার মনে একটা মিথ্যা অহংৰোধ তৈরী হতে পারে যা শেষপর্যন্ত তার আচরণের পরিশীলনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে৷

সর্বাত্মক  মুক্তির আদর্শ

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত

১৯৮২ সালে ২৫শে মার্চ হাওড়া জেলার রামরাজাতলায় আনন্দমার্গের এক ধর্ম মহাসম্মেলন হচ্ছে ৷ তাতে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী  প্রবচন দেবেন৷ হাজার  হাজার আনন্দমার্গীর সমাবেশ হয়েছে৷ প্যান্ডেলের বাইরেও আনন্দমার্গের পাবলিকেশনের বইয়ের দোকান৷ লোকে ভীড় করে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আধ্যাত্মিক দর্শন, সমাজদর্শন, ‘প্রাউট’, ভাষাতত্ত্ব, ব্যাকারণ, প্রভাতসঙ্গীত, গল্প, নাটক, শিশুসাহিত্য, যৌগিক চিকিৎসা, দ্রব্যগুণ  প্রভৃতি বিভিন্ন বিষয়ের বই দেখছেন --- কিনছেন৷ আচার্য ত্র্যম্বকেশরানন্দজী ও অন্যান্য কয়েকজন আনন্দমার্গী আগ্রহী মানুষজনের সঙ্গে  কথাবার্র্ত বলছেন, এমন সময় একদল কলেজের ছাত্র এল৷ তারাও বিভিন্ন বই দেখছ

যুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় এক দেশ এক নির্বাচন এক ধরণের স্বৈরাচারিতা

প্রভাত খাঁ

বর্তমানে সারা পৃথিবীটাই দোটানায় পড়ে হাবুডুবু খাচ্ছে--- সেটা হলো ঐক্যের মধ্যে বৈচিত্র, আর বৈচিত্র্যের মধ্যে ঐক্য৷ সৃষ্টিতত্ত্বটা হলো ঐক্যের মধ্যে বৈচিত্র্য অর্থাৎ অবতরণ পদ্ধতি৷ অর্থাৎ সেই এক থেকে বহু৷ আর সৃষ্টির পর যে বহু সেটার লক্ষ্য হওয়া দরকার সেই বহুকে যেতে হবে ঐক্যে অর্থাৎ সেই এক এতে৷ আমাদের মধ্যে আমরা হয়তো অনেকেই জানি যে সেই ব্রহ্ম,ঈশ্বর, গড, আল্লাহ, সেই এক সত্ত্বা নামে আলাদা ঠিক যেমন জল, পানি, ওয়াটার নামে আলাদা কিন্তু বস্তুটি হলো একই, এই বিশ্বসংসারে বহু জিনিসের সৃষ্টি হয়েছে তারা সবাই এসেছে সেই এক থেকেই৷

গাণিতিক সংখ্যার রহস্য পরিক্রমা

সমরেন্দ্রনাথ ভৌমিক

পরমপুরুষ তাঁর সৃষ্টিকে রেখেছেন এক রহস্যময়তার মোড়কের মধ্যে মুড়ে৷ আর এই রহস্যসমূহকে রেখেছেন বলেই না রহস্য উদ্ঘাটনের প্রশ্ণ জাগে আমাদের মনে৷ এই রহস্যময়তার উৎসকে খুঁজতে খুঁজতে এক সময়ে মানুষ রহস্যটাকে ভেদ করে পেয়ে যায় তার উৎসকে বা রহস্যের কারণটাকে৷ যখন মানুষ রহস্যকে জেনে ফেলে তখনই পায় এক বিশেষ আনন্দ অনুভূতি৷ পরমপুরুষ কৃপা করে তাঁর প্রতিটি সৃষ্টির মধ্যে লুকিয়ে রেখেছেন অগণিত রহস্যকে৷ কেন একটি বস্তু কঠিন থেকে তরল আবার ওই তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়, কেনই বা একটি বস্তুকে ওপরের দিকে উৎক্ষিপ্ত করলে তা আবার  পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে–এমনই সব অগণিত অজানা রহস্য ছড়িয়ে রেখেছেন তাঁর এই সৃষ্টির মধ্যে৷ সংখ

শারদ উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরন

গত ১৮ই অক্টোবর শারদ চতুর্থীর দিন আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের চুঁচুঁড়া শাখার পক্ষ থেকে চুঁচুঁড়া আনন্দমার্গ সুকল প্রাঙ্গণে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রপ্রদান করা হয়৷ চুঁচুঁড়া আনন্দমার্গ ত্রাণ শাখা প্রতি বছরেই শারদ - উৎসবে বস্ত্র বিতরণ করে থাকেন৷ এই কাজে  সুকলের অভিভাবক অভিভাবিকা ও মার্গের সদস্যবৃন্দ সাহায্য করেন৷ এ বছরে ৮৮জন  দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়৷

এই দিন আলিপুর দুয়ার ডায়োসিসের পক্ষ থেকেও ২৫ জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র প্রদান করা হয়৷ আলিপুরদুয়ার ডায়োসিস সচিব এই সংবাদ দেন৷

বাংলা ভাষাকে আবশ্যিক করার দাবীতে কলকাতার পি.এস.সি ভবনে ‘আমরা বাঙালী’র স্মারকলিপি প্রদান

গত ১৬ই অক্টোবর দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জী রোডস্থিত পি.এস.সি ভবনে (লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ) ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে পি.এস.সি পরিচালিত পরীক্ষাগুলিতে ১০০ নম্বরের বাংলা ভাষা আবশ্যিকী -করণ,চাকুরীর ক্ষেত্রে ১০০ শতাংশ বাঙালীর অগ্রাধিকার দান ও পরীক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার দাবীতে কমিশন অধিকর্র্তর হাতে স্মারকলিপি প্রদান করা হয়৷ পি.এস.সি ভবনের সামনে যে বিক্ষোভ সভা অনুষ্ঠিত সেখানেও ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এই সমস্ত দাবী তুলে ধরা হয় ও প্রতিটি বাঙালীর যুবক যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যে ‘আমরা বাঙালী’র এই আন্দোলনের সমর্থনে সমস্ত বাংলা ভাসাভাষী মানুষের প্রতি আহ্বান

যুদ্ধবাজ দ্বিপদ জীবের বর্বরতা পশুত্বকে ম্লান করল - গাজায় আকাশপথে হাসপাতালে হামলা

গত ১৮ই অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলা চালায় ইজরায়েল৷ ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত হয়৷ সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা করা হচ্ছিল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে---এই হামলায় প্রায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন৷

পুরুলিয়া বাঁন্দোয়ানে গার্লস প্রাউটিষ্টের র‌্যালি

পুরুলিয়ায় বাঁন্দোয়ানে গত ১৯শে সেপ্ঢেম্বর,২৩ এ গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে বাঁন্দোয়ান ব্লকের বিডিও-এর হাতে স্মারক লিপি প্রদান করা হয় ও বান্দোয়ান ব্লকের ধর্মশালা থেকে বিডিও অফিস পর্যন্ত একটি পথসভার আয়োজন করা হয়৷ উক্ত পথসভায় ২২৫জন মহিলাদের সমাগমে পথসভাটি সাফল্যমণ্ডিত৷ উক্ত পথসভায় নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা৷ এরপর অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা বলেন---নারী সমাজকে স্বনির্ভর ও স্বমহিমায় প্রতিষ্ঠিত করার একমাত্র উপায় প্রাউট নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়িত করা৷