হিমালয়ের নীচে আরও বড় ভূমিকম্পনের আশঙ্কা
শুক্রবার রাত ১২টা নাগাদ হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী দেশ নেপাল৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের জাজারকোটের রামিদণ্ডা৷ কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪৷ নেপালের ভূকম্পনের অভিঘাতে কেঁপে উঠেছিল সুদুর দিল্লির মাটিও৷ বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন৷ এছাড়াও ভূমিকম্পের কারণে এন.সি.আর অযোধ্যা-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল৷ লখনউ ও বিহারের বেশ কিছু জায়গাও কেঁপে ওঠে৷ ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি বাড়ি তাসের ঘরের মতো ধসে পড়ে৷ বিজ্ঞানীদের