ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ পেল মাত্র একজন বাঙালী শুভাশিষ বসু
বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েত ও কাতারের বিরুদ্ধে ম্যাচের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন ইগর স্তিমাচ৷ ভারতীয় দলে মোহনবাগান ও ইষ্টবেঙ্গলের একাধিক তারকা ডাক পেলেও বাঙালি ফুটবলার মাত্র একজনই! তিনি সবুজ-মেরুনের অধিনায়ক শুভাশিষ বসু৷ ডাক পাননি প্রীতম কোটাল ও রহিম আলিও৷