December 2024

৮ই অক্টোবর কীর্ত্তন দিবস পালন

পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১৯৭০ সালের ৮ই অক্টোবর অধুনা ঝাড়খণ্ডের লাটেহার জেলার আমঝরিয়ায় বিশ্বমানবতার কল্যাণে অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ মহামন্ত্র প্রদান করেন৷ মহাকৌল তারকব্রহ্মের বাকসিদ্ধ অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্রের কীর্ত্তনে সমগ্র মানব জাতি-পশুপাখী - জীবজন্তু - বৃক্ষলতা পরিত্রাণের পথকে সুগম ও ভক্তিরসে ত্বরান্বিত হয়৷ প্রতিবছর বিশ্বের সমস্ত আনন্দমার্গীগণ এই ৮ই অক্টোবর দিনটিকে কীর্ত্তন দিবস হিসেবে পালন করেন৷

শারদ উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

গত ১৩ই অক্টোবর আনন্দমার্গ প্রচারক সংঘের উঃ২৪পরগণা জেলার পক্ষ থেকে বসিরহাট মহকুমার খোলাপাতা ও বনগাঁ মহকুমার পাতিপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী অমল মণ্ডলের উদ্যোগে শীতবস্ত্র ও পরনের বস্ত্র দেওয়া হয় দুঃস্থ মানুষদের ৷ এখানে উপস্থিত ছিলেন কুমুদ দাস ও স্থানীয় ইয়ূনিটের কর্মীবৃন্দ৷

এক্স

শারদ উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

গত ১৩ই অক্টোবর আনন্দমার্গ প্রচারক সংঘের উঃ২৪পরগণা জেলার পক্ষ থেকে বসিরহাট মহকুমার খোলাপাতা ও বনগাঁ মহকুমার পাতিপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী অমল মণ্ডলের উদ্যোগে শীতবস্ত্র ও পরনের বস্ত্র দেওয়া হয় দুঃস্থ মানুষদের ৷ এখানে উপস্থিত ছিলেন কুমুদ দাস ও স্থানীয় ইয়ূনিটের কর্মীবৃন্দ৷

 

ক্যানসার রহস্যের নতুন সূত্রের সন্ধান পেলো বিজ্ঞানীরা

প্রতিটি কোষের ভিতরে, প্রতিটি নিউক্লিয়াসের কোটরে, লুকিয়ে রয়েছে মানুষের ‘প্রাণভোমরা’৷ ক্রমাগত প্রোটিন ও ডিএনএ-র কর্মকাণ্ড চলছে সেখানে৷ একটা সামান্য ভুলচুক হলেই তা ডেকে আনবে ক্যানসার৷ ‘ইউনিভার্সিটি অব শিকাগো’ এই নিয়ে একটি গবেষণা করেছিল, যা অজানা এক দিগন্ত খুলে দিয়েছে৷ সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি৷ গবেষণার নেতৃত্বে ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চুয়ান হ৷ তাঁর দলের সঙ্গে যৌথ ভাবে কাজ করেছেন সান অ্যান্টোনিয়োর ইউনিভার্সিটি অব টেক্সাস হেল্‌থ সায়েন্স সেন্টার-এর অধ্যাপক মিংজিয়াং শু৷ গবেষণায় তাঁরা দেখেছেন, একটি কোষের ভিতরে ডিএনএ কী ভাবে ‘প্যাকেজড’ রয়েছে ও সংরক্ষিত রয়েছে,

শারদ উৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

গত ১৩ই অক্টোবর আনন্দমার্গ প্রচারক সংঘের উঃ২৪পরগণা জেলার পক্ষ থেকে বসিরহাট মহকুমার খোলাপাতা ও বনগাঁ মহকুমার পাতিপাড়ার বিশিষ্ট আনন্দমার্গী অমল মণ্ডলের উদ্যোগে শীতবস্ত্র ও পরনের বস্ত্র দেওয়া হয় দুঃস্থ মানুষদের ৷ এখানে উপস্থিত ছিলেন কুমুদ দাস ও স্থানীয় ইয়ূনিটের কর্মীবৃন্দ৷

 

ক্যানসার রহস্যের নতুন সূত্রের সন্ধান পেলো বিজ্ঞানীরা

প্রতিটি কোষের ভিতরে, প্রতিটি নিউক্লিয়াসের কোটরে, লুকিয়ে রয়েছে মানুষের ‘প্রাণভোমরা’৷ ক্রমাগত প্রোটিন ও ডিএনএ-র কর্মকাণ্ড চলছে সেখানে৷ একটা সামান্য ভুলচুক হলেই তা ডেকে আনবে ক্যানসার৷ ‘ইউনিভার্সিটি অব শিকাগো’ এই নিয়ে একটি গবেষণা করেছিল, যা অজানা এক দিগন্ত খুলে দিয়েছে৷ সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি৷ গবেষণার নেতৃত্বে ছিলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চুয়ান হ৷ তাঁর দলের সঙ্গে যৌথ ভাবে কাজ করেছেন সান অ্যান্টোনিয়োর ইউনিভার্সিটি অব টেক্সাস হেল্‌থ সায়েন্স সেন্টার-এর অধ্যাপক মিংজিয়াং শু৷ গবেষণায় তাঁরা দেখেছেন, একটি কোষের ভিতরে ডিএনএ কী ভাবে ‘প্যাকেজড’ রয়েছে ও সংরক্ষিত রয়েছে,

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানকে পরাজিত করল ভারত

পাকিস্তানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অভিযান শুরু করল ভারত৷ জোড়া গোল করেন গ্রেস ডাংমেই৷

নেপালের কাঠমান্ডুতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান৷ পাঁচ মিনিটের মধ্যেই ১-০ করেন গ্রেস৷ ১৭ মিনিটে বালা দেবীর পাস থেকে ব্যবধান বাড়ান মনীষা৷ ৩৫ মিনিটে নিজেই গোল করেন বালা৷ ভারতীয় দলের হয়ে ৫০তম গোলও করলেন তিনি৷ ম্যাচের ৪২ মিনিটে ভারতকে ৪-০ এগিয়ে দেন গ্রেস৷ প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫২ মিনিট) পাকিস্তানের হয়ে ব্যবধান কমান সুহা হিরানি৷

আই লিগ ৩ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি

আই লিগ ৩ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি৷ গত রবিবার নৈহাটি স্টেডিয়ামে চানমারি এফসি-কে ১-০ হারিয়ে ট্রফি জিতেছে তারা৷ মিডফিল্ডার রাঘর গুপ্তার একমাত্র গোলে জিতল ডায়মন্ড হারবার৷ দলের এই জয়ে খুশি হয়ে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহাপ্রয়াণের ৩৪বর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে

২৫ অক্টোবর ঃ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণের ৩৪বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে গত ২১ অক্টোবর থেকে কলকাতায় অনুষ্ঠিত ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তনে দেশ বিদেশ থেকে হাজার হাজার আনন্দমার্গী সমবেত হয়েছেন৷ মার্গগুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে, সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনন্দমার্গীরা এই অখণ্ড কীর্ত্তনে যোগদান করেছেন৷ ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহামন্ত্রের মধুর ধবনিতে আকাশ-বাতাস মুখরিত৷ আশ্রম প্রাঙ্গণে এক অভিনব ভক্তিভাবমণ্ডিত স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে৷ নানান ভাষাভাষী হাজার হাজার মানুষ এক আনন্দ পরিবারের সদস্য হিসেবে এক সঙ্গে মিলেমিশে ভজন-কীর্ত্তন আহার করছ