কর ফাঁকি--- কাঠগোড়ায় কেন্দ্র
আইনের ফাঁক দিয়ে জি.এস.টি ফাঁকির ভুরি ভুরি অভিযোগ আছে৷ তবে এবার যেন সরষের মধ্যেই ভুত! কেন্দ্রীয় সরকারের দুই দপ্তরের বিরুদ্ধেই জি.এস.টি ফাঁকি দেওয়ার অভিযোগ৷ কেন্দ্রীয় সরকারের এই দুই দপ্তর রেল ও যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকা ডাক বিভাগ৷