আগরতলা ও টাটানগর ডায়োসিসে সেমিনার
গত ২৪,২৫ ও ২৬শে জানুয়ারী,২০২৫ কলকাতা সার্কেলে টাটা ডায়োসিসে চাকুলিয়া আনন্দমার্গ স্কুলে ও শিলং সার্কেলে আগরতলা ডায়োসিসে তেলিয়ামুড়া আনন্দমার্গ হাইস্কুলে তিনদিনের একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনাসভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷ বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরাবস্থায় ও রাজনৈতিক অস্থিরতায় মানুষের কাছে আনন্দমার্গ জীবনাদর্শের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে৷ তাই সাংঘটনিক বিষয়ে আলোচনায় মানুষের কাছে আনন্দমার্গের জীবনাদর্শ পৌঁছে দিতে পরবর্তী পঞ্চায়েত স্তর পর্যন্ত আলোচনা সভার কর্মসূচী নেওয়া হয়৷ তিন দিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল তন্ত্র ও সাধনা চতু