February 2025

আগরতলা ও টাটানগর ডায়োসিসে সেমিনার

গত ২৪,২৫ ও ২৬শে জানুয়ারী,২০২৫ কলকাতা সার্কেলে টাটা ডায়োসিসে চাকুলিয়া আনন্দমার্গ স্কুলে ও শিলং সার্কেলে আগরতলা ডায়োসিসে তেলিয়ামুড়া আনন্দমার্গ হাইস্কুলে তিনদিনের একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনাসভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷ বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরাবস্থায় ও রাজনৈতিক অস্থিরতায় মানুষের কাছে আনন্দমার্গ জীবনাদর্শের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে৷ তাই সাংঘটনিক বিষয়ে আলোচনায় মানুষের কাছে আনন্দমার্গের জীবনাদর্শ পৌঁছে দিতে পরবর্তী পঞ্চায়েত স্তর পর্যন্ত আলোচনা সভার কর্মসূচী নেওয়া হয়৷ তিন দিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল তন্ত্র ও সাধনা চতু

অশান্ত বাংলাদেশ --- তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে জনরোষ

বাংলাদেশে ছাত্র আন্দোলনে হাসিনার বিদায়ের পর ছাত্রদের দাবী মেনেই মহম্মদ ইয়ূনুসকে তত্ত্বাবোধায়ক সরকারের প্রধান করা হয়৷ তিনি প্রবাসী থেকে ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন৷ নোবেল জয়ী ইউনুসের প্রতি বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসা করেছিলেন৷ কিন্তু হাসিনা পরবর্তী অশান্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে এখন পর্যন্ত বড় কোন সফলতা ইয়ূনুস সরকার দেখাতে পারেনি৷ সংখ্যালঘু অত্যাচার বন্ধ করতে ব্যর্থ৷ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে৷ বেকারত্ব, করবৃদ্ধি প্রভৃতি ইস্যুতে জনরোষ বাড়ছে৷ এই জনরোষ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দপ্তরে৷

শুরু হলো ৪৮তম কলকাতা বইমেলা উদ্বোধনেই জনজোয়ার

গত ২৮শে জানুয়ারী,২০২৫ শুরু হয় কলিকাতা বইমেলা৷ অপরাহ্ণে বইমেলা উদ্বোধনের পরই সন্ধ্যে থেকে স্টলে স্টলে ভিড় জমতে শুরু হয়৷ আনন্দমার্গের স্টলেও বহু মানুষ বই দেখতে ও কিনতে আসে৷ কলিকাতা বইমেলায় আনন্দমার্গের স্টল নম্বর ১৫৪৷

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন বই বৃক্ষ সম৷ বই পড়ুন, বই কিনুন৷ বই গৃহের শোভা বাড়ায়৷ তিনি বলেন গতবার বইমেলায় ২৭ লক্ষ পাঠক এসেছিলেন৷ আমার অনুমান এবার ৫০ লক্ষ বা তারও বেশী পাঠক আসতে পারে৷

কলিকাতা বইমেলায় আনন্দমার্গ প্রকাশনের স্টল নম্বর ১৫৪

সূর্য থেকে ধেয়ে আসছে হানাদারের দল!

প্রায় সাড়ে ন’কোটি মাইল দূরের সূর‌্য থেকে ছুটে এসে পৃথিবীর উপর হামলা চালায় ভয়ঙ্কর শক্তিশালী হানাদারেরা৷ সৌরপদার্থবিজ্ঞানের পরিভাষায় এই হানাদারদের নাম ‘সৌরঝলক’ (‘সোলার ফ্লেয়ার’)৷ এর মাধ্যমে সূর‌্যের অন্দর থেকে বিপুল পরিমাণে শক্তি বেরিয়ে আসে, ছড়িয়ে পড়ে মহাকাশে৷ প্রলয়ঙ্কর বিস্ফোরণের পর সূর‌্যের শরীর থেকে বেরিয়ে আসে অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী প্রচুর কণা৷ আমরা যাকে সৌরঝড় বলে জানি, তার অন্যতম কারণ এই সৌরঝলক৷ সূর্য থেকে প্রতি দিনই একটি বা দু’টি ঝোড়ো আগুনের ঝাপটা ছিটকে আসে পৃথিবী ও পড়শি গ্রহের দিকে৷ সেই সৌরঝড়ের প্রভাব পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলেও৷ আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ এবং তার পরে আয়নিত কণার স্রো

ম্যানহোলে মানুষ নামিয়ে সাফাইয়ের কাজ নিষিদ্ধ করলো সুপ্রিম কোর্ট

ম্যানহোলে মানুষ নামিয়ে সাফাইয়ের কাজ নিষিদ্ধ, নির্দেশ সুপ্রিম কোর্টের গত বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি ছিল৷ সেখানেই আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে ছয় শহরের প্রধান নির্বাহী কর্তাদের এ সংক্রান্ত হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ রিপোর্টে বিশদ জানাতে হবে, কী ভাবে এবং কখন ‘ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং’ বন্ধ করা হয়েছে৷ ১৯ ফেব্রুয়ারি ওই মামলায় পরবর্তী শুনানি রয়েছে৷ তার এক সপ্তাহ আগেই বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে৷

খোঁজ মিলল পৃথিবীর ভূগর্ভের থাকা দুই পর্বতের

থিবীর সবচেয়ে উঁচু পর্বতও এদের কাছে বামন! উচ্চতায় এভারেস্টের থেকে ১০০ গুণ উঁচু৷ এই পৃথিবীর বুকেই রয়েছে তাদের অস্তিত্ব৷ যদিও তা ভূপৃষ্ঠের উপরে নয়৷ মাটির গভীরে, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের সীমানায় অবস্থিত এই জোড়া পর্বত৷ ৮,৮৪৮ মিটার৷ পৃথিবীর স্থলভাগে সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা আপাতত এটাই৷ মাউন্ট এভারেস্টের চূড়ার চেয়ে উঁচু কোনও অংশ এখনও আবিষৃকত হয়নি পৃথিবীতে৷ সেই তকমা কি তবে হারাতে চলেছে এভারেস্ট?

সিনিয়র টিটি-তে পদক বাংলার সিন্ড্রেলার

জুনিয়র থেকে এ বার সিনিয়র স্তরে নজর কাড়ল সিন্ড্রেলা দাস৷ সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলার খেলোয়াড়৷ এই প্রথম বার সিনিয়র স্তরের প্রতিযোগিতায় সে পদক জিতল৷ পাশাপাশি ২০২৪ সালের সেরা উঠতি টেবল টেনিস খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছে ১৫ বছর বয়সি সিন্ড্রেলা৷

মহিলাদের অনূর্ধ-১৯ টি২০ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত

মহিলাদের অনূর্ধ-১৯ টি২০ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত৷ কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠল তারা৷ সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত৷ বল হাতে দাপট দেখালেন চম্বলের বৈষ্ণবী শর্মা৷ ম্যাচের সেরা তিনি৷

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে বাংলাদেশের মহিলা দল৷ প্রথম পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি৷ সর্বাধিক রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার৷ ২১ রান করে অপরাজিত থাকেন তিনি৷ কোনও রকমে দলকে ৬৪ রানে নিয়ে যান তিনি৷

টি-টোয়েন্টিতে শেষ চারটি ম্যাচে ৩১৮ রান করেছেন তিলক বর্মা

আউট করা যাচ্ছে না তিলক বর্মাকে৷ টি-টোয়েন্টিতে শেষ চারটি ম্যাচে ৩১৮ রান করেছেন তিনি৷ তার মধ্যে রয়েছে দু’টি শতরান৷ এক বারও আউট হননি৷ চেন্নাইয়েও ম্যাচ জেতানো ৭২ রানের ইনিংস খেলেছেন তিলক৷ তাঁর এই সাফল্যের নেপথ্যে কোন কারণ রয়েছে, তা খোলসা করলেন তিনিই৷

চার প্রকারের সেবা

মানুষের করণীয় কী জীবন একটা ব্রত৷ আমি বলেছি মানুষের জীবন একটা আদর্শের ধারাপ্রবাহ বিশেষ৷ অর্থাৎ মানব জীবন একটা ব্রত–জীবন মানেই ব্রত অস্তিত্ব মানেই ব্রত৷ ‘‘আত্মমোক্ষার্থং জগদ্ধিতায় চ’’–মানুষ যা–ই করুক না কেন, তা করা উচিত আত্মমোক্ষের জন্যে–তার নিজের মোক্ষের জন্যে, আর করা উচিত সমগ্র বিশ্বের উন্নতির জন্যে৷ মানুষের এই দু’টো কাজ করতে হবে অর্থাৎ মানুষের ব্রত হচ্ছে এই দু’টো কাজ৷