স্বাগত নববর্ষ ১৪৩১
বৎসর, নব বৎসর, তুমি কল্যাণ এনো চারিদিকে,
নূতন ভোরের হাতছানিতে নূতন ঊষার নবালোকে৷৷
বৃক্ষ–লতারা সবুজে ভরুক, বন্য পশুরা নিরাপদ হোক,
পাখীরা কণ্ঠে অমিয় ভরিয়া উড়িয়া বেড়াক দিকে দিকে৷৷
মানুষে মানুষে ভেদ দূর হোক, বুদ্ধির অপচয় রোধ হোক,
শক্তির সর্বনাশা প্রতাপ সংযত হোক সব দিকে৷৷
–প্রভাতসঙ্গীত