জগৎ
জগৎ শব্দের মানে যা অবিরাম দিনরাত চলে চলেছে বহমান নদীর মত৷ অণু পরমাণু থেকে গ্যালাক্সি, সর্বশক্তি সর্বপ্রাণ মন বস্তু--- সবাই চলে চলেছে৷ এমনকি যার যাবার ইচ্ছে নেই, তাকেও সরে যেতে হয় এই সংসার থেকে৷ মহাপ্রকৃতির এটাই নিয়ম৷ এরই জন্যে পৃথিবীর অন্য নাম জগৎ৷ যেমন ঋষি মহাকাশ-বিজ্ঞানী স্টিফেন হকিং আরও কাজ করার ইচ্ছা থাকা সত্বেও চলে গেলেন৷ চেতনার এক উজ্বল নক্ষত্র নিবলো এখানে৷ তার মানে অন্য কোথাও, অন্য কোনখানে আরেকটা ঋষি হকিং এসে গিয়েছেন বা জন্ম নিয়েছেন৷ নেবেনই, এছাড়া আমাদের গতি নেই৷ হাজার অজ্ঞতার অন্ধকার সরাতে , বহুদূর পথ চলা বাকি৷ নিজেকে চেনা বাকি, জগৎ চেনা বাকি, আমাদের থামার অবক
- Read more about জগৎ
- Log in to post comments