পঞ্চ দধীচি স্মরণে

লেখক
কৌশিক খাটুয়া

সেদিনও হয়েছিল সূর্যোদয়,

 নির্মেঘ বসন্তের গগন৷

ঈশান কোণে অপ্রত্যাশিত মেঘ

বুঝতে পারেনি আসন্ন মহারণ৷

 

 পাঁচই মার্চ, মহাবেদনার স্মৃতি,

বিক্ষত করে নিবিড় ভ্রাতৃ-প্রীতি৷

 ধর্মের তরে পঞ্চ দধীচি যারা

আজও অম্লান প্রাতঃস্মরনীয় তারা৷

 

দূরাচারীর অস্ত্র যখন

 নিঠুর খেলায় মাতে,

সাধু জনের পরিত্রাণে আসেন

 পরমপিতা সাথে৷

জড়বাদী মন মানেনা কখনো

 তাই পাপাচারে লিপ্ত,

কোন বিরোধীতা শুৃনিতে নারাজ

 শুনিলেই হয় ক্ষিপ্ত৷

 

নিজ সঙ্কল্প রূপায়ণে দধীচিরা আসে ভূবনে,

হাসিমুখে তাঁদের মরণ বরণ

আপন কর্তব্য সাধনে৷

ক্ষমতাবৃত্তে দিশাহারা হয়ে

 দুঃশাসনের বংশ,

অত্যাচারের অস্ত্র বানায়

 শিশুপাল আর কংস!

 

অহংবোধের উন্মাদনায়

 লঙ্ঘিত মহামানবের বাণী,

 ষড়যন্ত্রীর চক্র রচিছে

 নিভৃতে চক্রপাণি!

 

আজ সেই কুখ্যাত দিন----

ব্যাথিত হদয়ে স্মরণ করি

 কেমনে শুধিব ঋণ!

তাঁদের দেখানো পথ অনুসরণে

 সুদৃঢ় করি মন,

কল্যাণকর কর্ম রূপায়ণে

 হোক মানবিক জাগরণ৷