চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড
যে কোনও মূল্যে প্রতিযোগিতা সে দেশে করাতে চাইছে তারা৷ অন্য দিকে ভারত এখনও সে দেশে খেলতে যেতে চাইছে না৷ এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে৷ ক্রিকেটের সর্র্বেচ্চ নিয়ামক সংস্থার বৈঠকের পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, সে দেশেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে৷ কয়েক দিন আগেই আইসিসির বৈঠকে যোগ দিয়েছিলেন মহসিন৷ সেখান থেকে ফিরে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘আমি দুবাইয়ে আইসিসির বৈঠকে গিয়েছিলাম৷ ওপরওয়ালা চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে৷’’ ২০০৮ সাল থেকে দীর্ঘ দিন পাকিস্তানে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি৷ তারা নিজেদের খেলা দুবাইয়ে খেলত৷