July 2018

সদ্যোজাত শিশুর যত্ন

সাধারণতঃ মাতৃগর্ভে আট মাসের কম থাকার পরে শিশু জন্মগ্রহণ করলে সে মৃত অবস্থাতেই জন্মগ্রহণ করে, অথবা জন্মের সঙ্গে সঙ্গেই মারা পড়ে৷ মৃতবৎসা নারীরা তাই সাত মাসে বা তার চেয়ে কম বয়সে শিশু প্রসব করে’ থাকে৷ আট মাসে জন্মালে বেশীর ভাগ শিশু প্রাণে বেঁচে থাকে, তবে আট মাসে জন্মায় খুব কম শিশু৷ তার চেয়ে বরং ন’মাসে জন্মায় বেশী শিশু৷ অধিকাংশ ক্ষেত্রে শতকরা ৯৫ শতাংশ ভাগ জন্মায় দশ মাসে, ক্বচিৎ কখনো দু’–একটা জন্মায় একাদশ মাসের গোড়ার দিকে৷ প্রথম সন্তান কোন কোন ক্ষেত্রে ন’মাসের শেষের দিকে জন্মে থাকে৷ নয় মাসের শেষে যারা জন্মায় তারা মোটামুটি সুস্থ অবস্থায় থাকে৷ তাদের স্বাস্থ্যহানি বড় একটা হয় না৷ তবে গোড়ার দিকে তাদে

বন্দী পাখি

সাগরিকা বিশ্বাস

বদ্ধ ঘরে বন্দী এক সবুজ তাজা পাখি৷

আটকা পড়ে ওই সে ঘরে করছে ডাকাডাকি৷৷

উড়তো পাখি আকাশ পানে সবুজ পাখা মেলে৷

হারিয়ে যেতো কোন সুদুরে  বাসনা মনে হলে৷৷

প্রাণ খুলে সে গাইত গান বলতো নানান কথা৷

প্রকৃতি মাঝে থেকে পাখি ভুলতো সকল ব্যথা৷৷

যেদিন সে বন্দী হল সোনার খাঁচা ঘরে৷

হারিয়ে গেল স্বাধীনতা হঠাৎ এক পলে৷৷

আকাশ ছোঁয়ার স্বপ্ণ তার হল যে ধোঁয়াশা৷

শেষ হল এক নিমেষে রঙীন যত আশা৷৷

বদ্ধ ঘরে বন্দী পাখী হারাল সব কিছু ৷

বাঁধল জীবন সোনার তারে রইল না আর কিছু৷৷

প্রতিদান

শিবাশীষ সেনগুপ্ত

মায়ের কোলে জন্ম নিল  ছোট্ট রাজা সোনা

সে ছিল খুব আদরের   মায়ের চাঁদের কণা৷

রাজা  যখন হাত বাড়িয়ে  হাসতো  কচি মুখে

মায়ের মুখ  উঠতো ভরে  সেই মুখটি দেখে৷

ব্যস্ত  হত বাবা তার   অফিস থেকে ফিরে

সেই রাজা এখন  যুবক হয়েছে বিয়ে দশদিন পরে৷

রাজা এখন বড় চাকুরে   দামী হবু  বর

বিয়ের পরই  ঘর করবে   মা-বাবা হবে পর৷

অন্য কোথাও থাকবে সে  অন্য স্বপ্ণ নিয়ে 

অতীত ভুলবে খুব সহজে   বাবা মাকে  ভুলে৷

যার জন্য মা-বাবার    এত  পরিশ্রম 

তারই জন্য ঠিকানা তাঁদের---বৃদ্ধাশ্রম৷

শ্রাবণ মাসে

শিবরাম চক্রবর্ত্তী

শ্রাবণ মাসে দূর আকাশে

তোমারই ইচ্ছায়

ঘোর কালো     মেঘের দলও

সূর্যেরে ঢেকে দেয়৷

শ্রাবণ মাসে বর্ষণ আসে

তোমার কৃপাতে

বর্ষার জলে চাষীরা মিলে

চাষ করে আনন্দে৷

শ্রাবণ মাসে তরুর তলে

এসে যখন দাঁড়াবে

বৃষ্টির ধারা তোমার গায়ে

একটুও না পড়বে৷

শ্রাবণ মাসে মায়ের কাছে

দৌড়ে গিয়ে সোজা

মুঠো ভরা  তালের বড়া

খেতে বড় মজা৷৷

 

গ্রহের বক্রীদশা ও জ্যোতিষী

কৌণিক তারতম্যবশতঃ নিজের ক্রান্তিকক্ষে বা ক্রান্তিপথে চলতে চলতে সকল জ্যোতিষ্কই সাময়িকভাবে তার গতি, দ্রুতি ও নির্দিষ্ট পথ কিছুটা পরিবর্তিত করে নেয়৷ জ্যোতিষ্কের ক্ষেত্রে এই অবস্থাকে বক্রীদশা বলা হয়৷ জ্যোতিরঙ্কশাস্ত্রে আর কিছুটা এগোলেই আমরা বিশ্বের শুধু জ্যোতিষ্কেরই নয়, সমস্ত জড় (inanimate objects) ও চেতনসত্তারও (animate objects) চলার পথের বৈশিষ্ট্যগুলি অঙ্কের কাঠামোর মধ্যে এনে ফেলতে পারব৷ এই বক্রীদশার বৈশিষ্ট্য, ও ধরণধারণ ও এর গাণিতিক ব্যবস্থাকে বলা হয় ‘ক্রান্তিজ্যা’৷ কেউ কেউ ভাবেন যে পথে চললে জ্যোতিষ্ক্ রাহুগ্রস্ত হয়ে যায় তাকে বলা হয় ক্রান্তিজ্যা৷ না, তা নয়, ওতে অর্থের অনর্থ করা হয়৷

২০১৮ বিশ্বকাপে ‘টীম গেম’ জয়ী

WC football final-2018২০১৮ রাশিয়া বিশ্বকাপ শুরুর পর থেকেই একটার পর একটা বিশ্বকাপ জয়ের দাবীদার দলগুলির পরাজয়  বলে দিচ্ছিল এই বিশ্বকাপটি ‘অঘটনের বিশ্বকাপ’ বলে চিহ্ণিত হতে চলেছে৷ আসলে ব্রাজিল, জার্মানী, আর্জেণ্টিনা, পর্তুগাল নিজেদের ‘সেরা’র তকমাটা শুধুমাত্র কাগজে-কলমেই রেখেছেন৷

নির্বাসিত হলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমল ও কোচ চন্ডিকা হাতুড়ুসিঙ্গ

নির্বাসিত হলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ সহ চার জন৷ অধিনায়ক চন্ডীমল ও কোচ চন্ডিকা হাতুড়ুসিঙ্গেকে আগামী দুইটি টেষ্ট ও চারটি ওয়ানডে ম্যাচ থেকে নির্র্বসিত করল আইসিসি৷ ফলে দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে ঘরের মাঠে দু’টো টেষ্ট ও পাঁচটি ওয়ানডের সিরিজের প্রথম  চারটেতে থাকতে পারবেন না তাঁরা৷

জুন মাসে সেন্ট লুসিয়াতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠায় টিম নিয়ে মাঠে নামেননি চন্ডীমল৷ এই ঘটনাটি খতিয়ে দেখেন  আইসিসির কোড অফ কনড্যাক্ট কমিটি৷ গত ১১ জুলাই এই তদন্তের শুনানি ঘোষণা করে আইসিসি৷

বনগাঁয় আনন্দমার্গের সেমিনার

গত ১৩,১৪ ও ১৫ জুলাই উত্তর ২৪ পরগণার বঁনগা শহরে আনন্দমার্গের এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গের এই প্রথম ডায়োসিস স্তরীয় সেমিনারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, নদীয়া ও মুর্শিদাবাদ থেকে দুই শতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷ এই সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷ এই সেমিনারে আলোচ্য বিষয়গুলি ছিল ‘তারকব্রহ্ম’, ‘সংগ্রামে বৈপরীত্যম্’, ‘সুসংবদ্ধ কৃষি’ ও ‘সামাজিক সুবিচার’৷