গোর্খাল্যাণ্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালীর গণবস্থান
শিলিগুড়ি ঃ বাঙলা ভাঙার চক্রান্তকারী , বিদেশী সন্ত্রাসবাদী খুনী ও জাতীয় সম্পদ ধবংসকারী বিমল গুরুংকে গ্রেফতারের দাবীতে গত ১৯শে জুন শিলিগুড়ি শহরের প্রধান ডাকঘরের সামনে সকাল দশ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আমরা বাঙালীদলের পক্ষ থেকে গণ অবস্থান করা হয়৷ গণবস্থানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব বকুল রায়,