১০ই সেপ্ঢেম্বর কলকাতায় প্রভাতসঙ্গীতের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা
কলকাতায় প্রভাত সঙ্গীতের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা হবে আগামী ১০ই সেপ্ঢেম্বর৷ স্থান আনন্দমার্গের মহিলা বিভাগের আশ্রম, ভি. আই. পি.
কলকাতায় প্রভাত সঙ্গীতের প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা হবে আগামী ১০ই সেপ্ঢেম্বর৷ স্থান আনন্দমার্গের মহিলা বিভাগের আশ্রম, ভি. আই. পি.
গত ২৭ আগষ্ট রবিবার বারাসত কে কে মিত্র লেনের ‘ঐকতান‘ ভবনে আমরা বাঙালী সংঘটনের উত্তর ২৪ পরগণা জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে সভাপতি ছিলেন বিশিষ্ট প্রাউটিষ্ট তথা বরিষ্ট সমাজকর্মী সন্তোষ কুমার বিশ্বাস৷ সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় শতাধিক প্রতিনিধি যোগদান করেন৷ হিন্দী সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ অমানবিক শোষণ আগ্রাসনে অবদমিত-অবনমিত বাংলা ভাষা ও আক্রান্ত বাঙালী জাতির সত্তার মর্যাদা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠাকল্পে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা শেষে দলের কর্মসূচী গৃহীত হয়৷ উক্ত সম্মেলনে জেলা সচিব নির্বাচনে বিদায়ী সচিব দীপঙ্কর মণ্ডল পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হন৷ এরপর উত্তর ২৪ পরগণার ন
হাওড়া ঃ গত ১৫ই আগষ্ট রাণীহাটির সন্নিকটে অমিয় পাত্রের নেতৃত্বে ভলাণ্টিয়ার্স সোশ্যাল সার্ভিসের (ভি.এস.এস)-র এক শোভাযাত্রা বের হয়৷ পরে তারা গাববেড়িয়া হাসপাতালে এসে এখানে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন৷ এই অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন নরহরি মণ্ডল, মনিকা ঘোষ, সুব্রত সাহা প্রমুখ৷
কোচবিহার গত ১৪ই আগষ্ট ২০১৭ দার্শনিক ঋষি প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য অঙ্কন প্রতিযোগিতার প্রারম্ভিক পর্ব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ঢাংঢিং গুড়ি ‘‘রেণেশাঁ মঞ্চে’’৷ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেন আচার্য্য নবোদ্ভাসানন্দ অবধূত৷ প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন মুখ্যবিচারক শ্রীমতি দেবান্বিতা দেবনাথ৷ বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাংঢিংগুড়ি কাচুয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রী সজল রায় পুন্ডিবাড়ী গ্রামপঞ্চায়েত প্রধান শ্রীমতী শেফালী রায়, অবধূতিকা আনন্দ প্রমিতা আচার্য্যা, ব্রহ্মচ
গত ২৭শে আগষ্ট রাণীহাটিতে স্থানীয় কমিটির উদ্যোগে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এতে শতাধিক প্রতিযোগী নৃত্য, গীত ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানে পর প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷
আচার্য নিত্যপ্রজ্ঞানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, শ্রী বকুল চন্দ্র রায়, অমিয় পাত্র, সুব্রত সাহা, রামকৃষ্ণ ঘোষ, জয়ন্ত শীল প্রমুখের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷
রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন ‘রাওয়া’-র জামসেদপুর কমিটির পক্ষ থেকে গত ১৩ই আগষ্ট জামসেদপুরে প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা হয়৷
টেলকো রিক্রিয়েশন ক্লাবে ১৩ই আগষ্ট প্রভাত সঙ্গীত অবলম্বনে অংকন প্রতিযোগিতা ও ১৯শে আগষ্ট সঙ্গীত প্রতিযোগিতা হয়৷ এর পর ২১শে আগষ্ট প্রভাত সঙ্গীত অবলম্বেনে নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়৷ টেলকো সঙ্গীত সমাজ অডিটোরিয়ামে ১৫০০-এর বেশি নৃত্য-প্রতিযোগী ছিলেন৷ সমগ্র প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন জামসেদপুর ‘রাওয়া’ সেক্রেটারী দেবযানী বিশ্বাস৷
আনন্দনগর ঃ গত ১৪ই আগষ্ট গুড়িডিতে আনন্দমার্গীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন৷ এই উপলক্ষ্যে কীর্ত্তনানুষ্ঠান হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত কৃষ্ণের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন যখন অধর্মের বাড়াবাড়ি হয়, ন্যায় সত্য ও ধর্ম ধূলিলুন্ঠিত হয়, তখনই পরম পুরুষ অধর্মকে দমন করে’ ধর্মের প্রতিষ্ঠার জন্যে তারকব্রহ্মরূপে আবির্ভূত হন৷ ঠিক এমনি এক পরিস্থিতিতে সাড়ে তিনহাজার বৎসর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্র্ভব হয়েছিল৷ শ্রীকৃষ্ণের জীবনলীলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি৷ তাঁর বাল্যলীলা, তাকে বলতে পারি শ্রীকৃষ্ণের ব্রজলীলা৷ সে সময় তিনি মূলত ভক্তির মাহাত্ম্য সমাজের স
পরমপুরুষ তোমার কাছে
প্রার্থনা করি,
লেখাপড়া শিখে যেন
‘মানুষ’ হতে পারি৷
সমাজসেবা করি যেন
ঢেলে মন-প্রাণ,
উঁচু-নীচু, ছোট-বড়,
সবার সমান৷
মানুষ পশু-পাখী আর
তৃণ তরুলতা
সবার সাথে থাকে যেন
ভাব সমতা৷
বাবার প্রতি শ্রদ্ধা যেন
থাকে আমার মনে,
মায়ের প্রতি ভক্তি যেন
থাকে সর্বক্ষণে৷
এই আশিস দাও গো আমায়
আমার পরম গুরু
আমার মাঝে আমায় নিয়ে
করলে আমার শুধুই খোঁজ
তখন দেখি কেবল আমি’-র
ভাবনা নিয়েই করি ভোজ৷
ব্যতিক্রমী হতেও পারি
ভাবি যখন তুমি আমি
শ্বাস প্রশ্বাসের ছন্দের ধারায়
হারিয়ে করি আমায় দামী৷
সেই দামের অমূল্য ধনে
আনন্দের সুর উঠলে ভেসে
সুমুখ পানে তখন দেখি
দাঁড়িয়ে আছ তুমি হেসে৷
তখন আমার আমি’র গর্ব
এক নিমেষে হ’ল শেষ
তখন তোমার চরণ ধরে
আমায় ভাল রাখি বেশ৷