২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত
২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরব একরকম নিশ্চিত ভাবেই সুযোগ পেয়েছে৷ কিন্তু ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারে ভারত৷ এরকমটা হলে ভারতবাসী একত্রিত হয়ে নিজের দেশেই দেখতে পাবে ফুটবল বিশ্বকাপ৷ অস্ট্রেলিয়া আয়োজনের দাবি প্রত্যাহার করায় সৌদি আরবের কোনও প্রতিদ্বন্দ্বী নেই৷ হঠাৎই আসরে ভারত৷ ফুটবল বিশ্বে ভারত বড় শক্তি নয়৷ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর সময়সীমাও শেষ হয়েছে অনেক আগে৷ তবু বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত৷ অবাক করার মতো কথা হলেও এমনই হতে চলেছে৷ উদ্যোগী হয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে৷ বাংলার প্রাক্তন ফুটবলারের একমাত্র লক্ষ্য ২০৩৪ এর ফুটবল বিশ্বকাপ ভারতে নিয়ে আসা৷