খেলার খবর

২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরব একরকম নিশ্চিত ভাবেই সুযোগ পেয়েছে৷ কিন্তু ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারে ভারত৷ এরকমটা হলে ভারতবাসী একত্রিত হয়ে নিজের দেশেই দেখতে পাবে ফুটবল বিশ্বকাপ৷ অস্ট্রেলিয়া আয়োজনের দাবি প্রত্যাহার করায় সৌদি আরবের কোনও প্রতিদ্বন্দ্বী নেই৷ হঠাৎই আসরে ভারত৷ ফুটবল বিশ্বে ভারত বড় শক্তি নয়৷ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানানোর সময়সীমাও শেষ হয়েছে অনেক আগে৷ তবু বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত৷ অবাক করার মতো কথা হলেও এমনই হতে চলেছে৷ উদ্যোগী হয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে৷ বাংলার প্রাক্তন ফুটবলারের একমাত্র লক্ষ্য ২০৩৪ এর ফুটবল বিশ্বকাপ  ভারতে নিয়ে আসা৷

আরও একটি নতুন বিশ্বকাপ শুরু করছে ফিফা

গত বারের বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার সবে এক বছর পূর্তি হয়েছে৷  এর মধ্যেই আর একটি বিশ্বকাপের ঘোষণা করে দিল ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা৷  ২০২৫ সাল থেকে ক্লাব বিশ্বকাপ নতুন রূপে চালু হতে চলেছে৷ চার বছর অন্তর হবে এই প্রতিযোগিতা৷

এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপের খেলা চলছে৷ কিন্তু এখন এই প্রতিযোগিতা হয় প্রতি বছর৷ বিশ্বের পাঁচটি মহাদেশের আটটি দল এই খেলায় অংশ নেয়৷ ইয়ূরোপ ও লাতিন আমেরিকার সেরা দল খেলা শুরু করে সেমিফাইনাল থেকে৷ ক্লাব বিশ্বকাপে মঙ্গল বারই নামছে গতবারের উয়েফা চ্যাম্পিয়ান্স লিগ জয়ী ম্যাঞ্চেস্টার সিটি৷

আগামী ইউরো কাপ থেকে ফুটবলে শুরু হতে চলেছে নোতুন নিয়ম

  আগামী বছর ইউরো কাপ থেকে উঠে যাবে ‘হ্যাণ্ড অফ গড’ গোল যেটা ইংল্যাণ্ডের বিরুদ্ধে মারাদোনা ও মেসিরা করেছিলেন মেসি৷ রেফারির চোখ এড়িয়ে পায়ের বদলে হাতের কাজ এবার থেকে বন্ধ হতে চলেছে৷ হাত দিয়ে বল ছুঁলেই বুঝে যাবেন রেফারি৷ ইচ্ছা করে এই কাজ করলে শাস্তিও হতে পারে ফুটবলারদের৷

কোচবিহার ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলাকে জেতালেন যুধাজিৎ

প্রথম ইনিংসে পিছিয়ে ছিল বাংলা৷ চতুর্থ দিন ১৮৭ রান লক্ষ্য ছিল ঝাড়খণ্ডের জিততে৷ ঘরের মাঠ রাঁচীতে মাত্র ১১৮ রানে শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ডের৷ ৬১.২ ওভারেই শেষ হয়ে যায় বাংলার বিপক্ষ ঝাড়খণ্ড৷

চতুর্থ দিনের শুরুতে বাংলার রান ছিল ২৭০-৫৷ সেখান থেকে আর ৩০ রান যোগ করে ডিক্লেয়ার করে বাংলা৷ অনিকেত বিশ্বাস ২১২ বলে ১১৯ রান করে বাংলার জয়ের সম্ভাবনা তৈরি করে৷ সেই পরিস্থিতির সদ্ব্যহার করেন বাংলা তরুন পেসার যুধাজিৎ গুহ৷

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত

বিশ্বকাপ ফাইনালে বড় ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একটি বৈঠক করেন বোর্ড কর্তারা৷ সেখানে বহু কড়া প্রশ্ণ বাণেরও সম্মুখীন হতে হয়েছে তাদের৷ শেষে পাল্টা জিজ্ঞাসা করেন রোহিত শর্মা সরাসরি  আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি? তিনি বলেন--- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৪ঠা জুন, আমাকে সেই দলের অধিনায়ক রাখা হবে কি না৷ তা হলে সেই মতো  প্রস্তুতি শুরু করবো৷ হাতে এখনও ছ মাস আছে৷’’

অনিশ্চয়তার মধ্যে আগামী ২০২৬ এর কমনওয়েলথ গেমস

আগামী ২০২৬-এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিল গোল্ড কোস্ট৷ ফলে আদৌ প্রতিযোগিতা হবে কি না তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে৷ পরের কমনওয়েলথ শুরু হওয়ার কথা ২০২৬ সালে৷ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সেই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল৷ কিন্তু সেখানকার মেয়র চাইলেও ডেপুটি মেয়র ও বাকিদের  আপত্তিতে শেষ পর্যন্ত ২০২৬ সালের দায়িত্ব ছেড়ে দিয়েছে গোল্ড কোস্ট৷

অবশেষে মিটল ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন সমস্যা

ভারতীয় কুস্তিকে নিয়ে কয়েকমাস আগে পর্যন্ত টালমাটাল অবস্থা ছিল৷ সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্ণা দিয়েছিলেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকের মতো কুস্তিগিরেরা৷ শেষ পর্যন্ত কেন্দ্রের হস্তক্ষেপে পদত্যাগ করেন ব্রিজভূষণ৷ তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও হয়৷ সেই মামলা এখনও চলছে৷

লোগো সম্বলিত ট্রাকস্যুট

পুরুলিয়া ২০২৩-২৪ ডিষ্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন ফুটবল লীগ খেলায় আনন্দনগর চ্যাম্পিয়ান হয়৷ গত ১০ই নভেম্বর,২৩ যেসব প্লেয়ার লীগ খেলায় ধৈর্যের সঙ্গে শুরু থেকে সাথে ছিল তাদের -লোগো সম্বলিত ট্রাকস্যুট দেওয়া হয়৷

 

এক দিবসীয় ফুটবল টুর্ণামেন্ট

গত ৫ই নভেম্বর আনন্দনগরে আট দলের স্বর্গীয় ডঃ অমরনাথ চক্রবর্তী স্মৃতি শীল্ড ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়৷ চ্যাম্পিয়ান হয় পুন্দাগ ফুটবল ক্লাব আর রানার্স হয় ‘‘সঙ্গে বোয়াহ’’, টাটুয়ারা৷ চ্যাম্পিয়ান বিজয়ী দলকে আট হাজার টাকা ও ট্রফি আর দ্বিতীয় স্থানাধিকারীকেও ছয় হাজার টাকা ও ট্রফি  প্রদান  করা হয়৷ বেষ্ট গোল কিপার  হয় বিষ্টু মার্কিন, ম্যান অব দ্য ম্যাচ হয় ধীরেন মার্কিন, ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় বৈদ্যনাথ হাঁসদা৷

 

২৬তম বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানসিপ জিতলেন পঙ্কজ, রানার্স সৌরভ

 ২০০৩ সালে বিশ্বখেতাব প্রথমবার জিতেছিলেন পঙ্কজ আডবাণী৷ এই নিয়ে ‘লং ফর্মাট’ নবম বার জিতলেন৷ এছাড়া, ‘পয়েন্ট ফর্মাট’ জিতেছেন আটবার৷
ভারতের বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণীর মুকুটে আরও একটি পালক যোগ হল৷ দোহায় আয়োজিত আইবিএসএফ বিশ্ববিলিয়ার্ডস চ্যাম্পিয়ন বাংলার সৌরভ কোঠারিকে৷ ফল ১০০০-৪১৬৷ গত বছরও ফাইনালে সৌরভকে হারিয়েছিলেন পঙ্কজ৷ উচ্ছসিত পঙ্কজ বলেছেন, ‘‘আমার কাছে ধারাবাহিকতাই সাফল্যের মূল কথা৷ দেশের জন্য পদক আনা সবচেয়ে বড় প্রেরণা৷ আগেও এই খেতাব জিতেছি বলে এই অনুভূতিটা চেনা৷ বছরের পর বছর এভাবে জিতে যাওয়াটা যাবতীয় পরিশ্রমকে সার্থক করে তোলে৷’’