নোতুন পৃথিবীতে
এসো ভাই, মানবতার গান গাই
এসো ভাই, মানুষের তরে কাজ করে যাই৷
দেখো কত কালে কালে
লোকে চলে দলে দলে
আলো চাই আলো চাই বলে–
কত বাধা ঠেলে, দ্বন্দ্ব হিংসা ভুলে
কামনা কলুষ কালো যবনিকা ফেলে
আলোর আরতি দিতে চলে৷
এসো ভাই, মানবতার গান গাই
এসো ভাই, মানুষের তরে কাজ করে যাই৷
আরো চাই আরো চাই করে
শুধু প্রাণ আছো তুমি ধরে
সুখের স্বপ্ণে ইমারত গড়ে
মানুষের প্রাণ নিয়েছ যে কেড়ে
মানবতার মাঝে দানবতা ভরে
অজ্ঞতার বর্মখানি রয়েছ যে পরে
আর নয় চেয়ে দেখো অরুণোদয়
নব্য মানবতার কথা কারা কয়
- Read more about নোতুন পৃথিবীতে
- Log in to post comments