September 2021

নেতাজীর মৃত্যুর দিবস পালন--- নিন্দায় মুখর বাঙালী ছাত্রযুব সমাজ

নেতাজী সুভাষচন্দ্র বসু সম্পর্কে উদাসীনতার নজির পূর্বতন কেন্দ্রীয় সরকার কংগ্রেস ও বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপির আমলে বারংবার পরিলক্ষিত হয়েছে৷ স্বাধীনতার পর থেকে চালু হওয়া বিভিন্ন তদন্ত কমিটি ও কমিশনের রিপোর্ট যেখানে ১৯৪৫ সালের ১৮ই আগষ্ট তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছে কিংবা উল্লিখিত দিনে আদৌ বিমান দুর্ঘটনা হয়েছিল কিনা তা নিশ্চিত করেনি৷ সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস, বিজেপির মত জাতীয় স্তরের দলের নেতা-মন্ত্রীরা ১৮ই আগষ্টকেই নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিবস হিসেবে স্মরণ করেন৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাঙালী ছাত্র সমাজ৷

আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনা

গত ২১শে আগষ্ট জাতীয় ওয়েবিনারে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে এক আলোচনাচক্রের আয়োজন করেছিল আনন্দমার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী শাখা রেণেসাঁ ইয়ূনিবার্র্সল৷ আলোচ্য বিষয় ছিল মানবসমাজের সার্বিক বিকাশে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বহুমুখী অবদান৷ আলোচনাচক্রে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক তত্ত্ব ও তিনস্তরীয় শিল্প ব্যবস্থার ওপর আলোকপাত করেন দর্শন বিষয়ের অধ্যাপক ডঃ পতিতপবন দাস৷ তিনি মানুষের  নূ্যনতম প্রয়োজন পূর্তি ও গুণগত মান অনুযায়ী উৎসাহ প্রদানের উপর আলোচনা করেন৷

আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা মহান ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উদ্‌যাপন

গত ১৫ই আগষ্ট, শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে  আনন্দমার্গের সেবাকার্যে নিয়োজিত দুটি প্রকোষ্ট -আভাসেবাসদন ও এ্যামারটেল (আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম ফর লেডিস)-এর যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত চক্ষু পরীক্ষা শিবিরে শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৯০ জন দুস্থ মানুষের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা  চক্ষুপরীক্ষা করা হয়৷ তাদের মধ্যে ১০০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি গার্লস্‌ হাইস্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী অত্যুহা বাগচী মহাশয়া৷ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘আভা সেবা সদন’ ও এ্যামার্টেল-এর এই ভূয়সী প্

নেতাজীর মৃত্যু দিবস--- কংগ্রেস বিজেপিকে ক্ষমা চাইতে হবে

শিলচর ঃ  ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটির প্রচার সচিব আবুল কালাম বাহার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান--- তথ্য প্রমাণ ছাড়াই ১৮ই অগাষ্টকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘মৃত্যুদিবস’ হিসেবেপালন করে বিতর্কে জড়ালেন মোদী সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বিজেপি নেতা রমেশ পোখরিয়াল নিশঙ্ক৷ এছাড়া কংগ্রেসের  পক্ষ থেকেও সেদিন টুইট করে নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিবস হিসেবে পালন করা হয়েছে৷ এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় ‘‘আমরা বাঙালী’’ অসম রাজ্য কমিটি৷

শিলচরে গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে রাখিবন্ধন

গত ২২শে আগষ্ট  রাখি-বন্ধন  উৎসবের দিনে শিলচর শহরে  গার্লস প্রাউটিষ্টের  উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন করা হয়৷ শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আধিকারিকদের রাখি পরিয়ে দেন গালর্স প্রাউটিষ্টের সদস্যরা৷ তাছাড়া শিলচর শহরের বিভিন্ন ট্রাফিক মোড়ে পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি রুবি দাশ শিল্পী চক্রবর্তী, স্বপ্ণা সরকার, বাণী রায়, শম্পা দেব, চন্দ্রিমা দাশ, কাজলী রায় প্রমুখ গার্লস প্রাউটিষ্টের সদস্যারা৷

শিলিগুড়িতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ সভা

আজ ২৪শে আগষ্ট ২০২১ শিলিগুড়ি ‘আমরা বাঙালী’ কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা করা হয় আমরা বাঙালী দলের পক্ষ থেকে৷ বিষয় ছিল বঙ্গভঙ্গ রদ করে  বাঙালী অধ্যুষিত এলাকা নিয়ে বাঙালীর  নিজস্ব বাসভূমি শোষণমুক্ত বাঙালীস্তান ঘটন করা৷ সভায় বক্তব্য রাখেন খুশীরঞ্জন মণ্ডল, দলেন্দ্রনাথ রায়, বাসুদেব সাহা, ধীরেন্দ্রনাথ রায়, প্রসন্ন রায়, সুবোধ বর্মন, জয়া সাহা, প্রভাত চন্দ্র সরকার, নিরোধ চন্দ্র অধিকারী, শম্ভূ সুত্রধর, অজয় কুমার সিনহা, বলাই বর্মন আরও অনেকে৷ সভায় সভাপতিত্ব করেন নীতিশ বোস মহাশয়৷ বক্তারা বলেন কোনভাবেই আমরা বাঙলাকে ভাগ করতে দিব না বরং বাঙালী জাতিকে বাঁচাতে বাঙালীর নিজস্ব বাসভূমি শোষণমুক্ত বাঙালীস্তান রাজ্য

বরাক সীমান্তে-মিজো হামলা চলছেই নীরব অসমের মুখ্যমন্ত্রী

গত ১৪ই আগষ্ট শনিবার হাইলাকান্দি জেলার সাহেবমারা গ্রামের একটি স্কুলে পুনরায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে মিজো দুস্কৃতিরা৷ এছাড়াও অসম চুনীনালাতে রাস্তা নির্মাণের কাজও নতুন করে শুরু করেছে মিজোরা৷ এসবের পরেও অসম সরকার নীরব৷ মুখে তদন্তের কথা বলে দায় সেরেছেন মুখ্যমন্ত্রী৷ সামগ্রিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আবার তীব্র নিন্দা জানালো ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি৷

পুষ্টিকর খাদ্য ও জন্মনিয়ন্ত্রণ

সাধারণতঃ দেখা যায় যাঁদের আর্থিক অবস্থা ভাল, বিশেষ করে যাঁরা ভাল ও পুষ্টিকর খাদ্য খান, তাঁদের বংশ ৰৃদ্ধি হয় না৷ তাঁদের বংশৰৃদ্ধির হার আশ্চর্যজনক ভাবে কমে যায়৷ মা ষষ্ঠীর কৃপা গরীবের ঘরে আর্থিক স্বচ্ছলতার দরুন কয়েকটি বিশেষ বর্গের ঘরে সন্তানের সংখ্যা খুব কম হয়ে থাকে৷ আর তাই পোষ্যপুত্র তাঁরাই গ্রহণ করেন৷ তোমরা খোঁজ নিলেই জানবে যে ৰড় ৰড় ধনীদের, রাজা–রাজড়াদের অনেকেই ছিলেন অপুত্রক৷ পোষ্য নিয়েই তাঁদের বংশধারা বজায় রাখতে হয়েছিল৷ যেকালে কায়স্থদের অবস্থা ভাল ছিল, সেকালে তাঁদের সংখ্যাৰৃদ্ধি ঘটত খুব কম৷ বণিকদের সংখ্যা ৰৃদ্ধি এখনও খুব কমই ঘটে থাকে৷ ৰড় ৰড় চাষীদেরও পুত্রকন্যার সংখ্যা কম৷ পৃথিবীর জ্ঞানী–গুণী

সাধারণ মানুষের পুষ্টির উপকরণ

আম/আঁব (আম্রঞ্ছআম্বঞ্ছআঁব) ঃ

ফলশাক বলতে বোঝায় যে গাছে ফুলের পর ফল আসে৷ কাঁচা–পাকা যে কোন রকমের ফল শরীরের পক্ষে ভাল৷ কারণ ফল নিজের রসে জীর্ণ হয়–হজমের জন্যে যকৃতের সাহায্য বেশী নিতে হয় না৷ অথচ ফল শক্তির যোগান দেয় যথেষ্ট৷

কবি বিদ্যাপতির সঙ্গে কবি চণ্ডীদাসের সাক্ষাৎকার

তোমরা জান এমন কিছু কিছু জায়গা পৃথিবীতে রয়েছে যেখানে এককালে কোন বিশেষ মহান পুরুষ বাস করতেন অথবা যেখানে একাধিক মহাপুরুষের অবস্থিতি ছিল, যেখানে আজও লোকেরা শ্রদ্ধা নিবেদন করতে যান৷ যেমন ধরো মুঙ্গের শহরের কষ্টহারিণী ঘাটে মিথিলার নামজাদা কবি বিদ্যাপতির সঙ্গে বাঙলার নামজাদা কবি চণ্ডীদাসের সাক্ষাৎকার হয়েছিল৷ সেই কষ্টহারিণী ঘাটটি আজ যে কেবল ধর্মপিপাসু মানুষেরই তীর্থক্ষেত্র তাই নয়, সাহিত্যের ব্যাপারেও যাঁরা একটু–আধটু উঁকি–ঝুঁকি মারেন তাঁরাও স্থানটিকে একবার দেখে যান......শোনা যায় সাক্ষাৎকারের সময় চণ্ডীদাস ছিলেন যুবক, বিদ্যাপতি ছিলেন বৃদ্ধ৷ উভয়ের মধ্যে বয়সের পার্থক্য ছিল অনুমানিক চল্লিশ বৎসর৷ বিদ্যাপতি