কামুখাপে শারদোৎসব পালন
গত ২১-২২ অক্টোবর,২৩ আনন্দনগরের সন্নিকটে জয়পুর ব্লকের কামুখাপে স্থানীয় চিকিৎসক শ্রীবিজয় মাহাতোর পরিচালনায় ষষ্ঠতম মহাষ্টমী শারদোৎসব উপলক্ষ্য ২৪ঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম্’ মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা, নিঃশুল্ক চিকিৎসা শিবির, দুঃস্থদের বস্ত্র বিতরণ, নারায়ণসেবা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়৷ বিভিন্ন সেবামূলক কাজে দুই সহস্রাধিক মানুষ উপকৃত হন৷