November 2023

কামুখাপে শারদোৎসব পালন

গত ২১-২২ অক্টোবর,২৩ আনন্দনগরের সন্নিকটে জয়পুর ব্লকের কামুখাপে স্থানীয় চিকিৎসক শ্রীবিজয় মাহাতোর পরিচালনায় ষষ্ঠতম মহাষ্টমী শারদোৎসব উপলক্ষ্য ২৪ঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘বাবা নাম কেবলম্‌’ মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, তত্ত্বসভা, নিঃশুল্ক চিকিৎসা শিবির, দুঃস্থদের বস্ত্র বিতরণ, নারায়ণসেবা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়৷ বিভিন্ন সেবামূলক কাজে দুই সহস্রাধিক মানুষ উপকৃত হন৷

 

সামাজিক কাজ

‘‘সকলে আমরা সকলের তরে  প্রত্যেকে আমরা পরের তরে ’’ এই ভাবনাকে বাস্তবিক শিক্ষায় অনুশীলন ও অনুপ্রাণিত করে তোলার উদ্দেশ্য গার্লস ভলান্টিয়ার্স আনন্দনগরের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে সর্ব সাধারণের চলাচলের সুবিধার জন্যে ১৮ই অক্টোবর,২৩ উমা নিবাসের ভুচুংডি গ্রামের রাস্তা সাফাই অভিযান করা হয়৷

 

পশ্চিম মেদিনীপুরে গল্প বলা প্রতিযোগিতা

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর দুটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ই অক্টোবর, সোমবার রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থবর্ষ প্রারম্ভিক পর্যায়ের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ প্রথমে হয় সারদা লায়ন্স সুকলে ও পরে অরঙ্গাবাদ বিবিএম আংশিক বুনিয়াদী বিদ্যালয়৷ প্রথমটিতে ৪৫ জন ও পরের স্কুলটিতে ২৮জন প্রতিযোগী হল তিয়াসা বেজ, তোর্র্স শ্যামল ও সুদীপ্তা মহাকুল৷

মার্গীয়বিধিতে নামকরণ

মেদিনীপুর শহরের বিশিষ্ট আনন্দমার্গী আশিস কুমার মণ্ডলের জৈষ্ঠ্য পুত্র সৌমিক মণ্ডল ও বর্ণালী সরকার মণ্ডলের কন্যার শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান ২৯শে অক্টোবর, রবিবার কেরানীটোলা আনন্দমার্গ জাগৃতিতে মার্গীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করার পর প্রবীন আনন্দমার্গী অসিত কুমার দত্ত শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠানের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেন৷ অবধূতিকা আনন্দ তপশীলা আচার্যার পৌরোহিত্যে শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়৷ শিশুর নাম রাখা হয় ঐশানী৷ এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন৷ সবশেষে ম

বস্ত্র বিতরণ

বাঙালী মহিলা সমাজের পশ্চিম মেদিনীপুর সদর ব্লকের ৮নং পাথরা অঞ্চলের মালিদা গ্রামে অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ‘‘মানুষ সবাই আপন’’ সমবেতভাবে গাওয়া হয়৷ বাঙালী মহিলা সমাজের উদ্দেশ্য ও কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন কল্পনা গিরি ও অর্পনা দত্ত৷ এরপরে মহিলাদের হাতে নতুন শাড়ি ও মিষ্টি তুলে দেওয়া হয়৷ মহিলা সমাজের পক্ষে উপস্থিত ছিলেন কল্পনা গিরি, অপর্ণা দত্ত, ইলা পাত্র, মায়া ঘোষ, মিনু সাহু, সবিতা কুণ্ডু, শোভা দাস প্রমুখ৷ স্থানীয় জনগণ বাঙালী মহিলা সমাজের এই সেবামূলক কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন৷

 

বাঁকুড়ায় নতুন বস্ত্র প্রদান

গত ২৭শে অক্টোবর,২৩ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আনন্দমার্গ প্রাইমারী সুকলের প্রাক্তন ছাত্র বিশ্বনাথ ব্যাপারী ও অভিজিৎ ব্যাপারী বয়েজ চিলড্রেন্স হোমের ছেলেদের নতুন জামা প্রদান করেন৷

 

হুগলী জেলার চন্দননগরে বস্ত্র বিতরণ

গত ১৫ই অক্টোবর,২৩ হুগলী জেলার গার্লস প্রাউটিষ্টের ভুক্তিপ্রধান অসীমা মাইতির তত্ত্বাবধানে চন্দননগর পৌরসভার অন্তর্গত বিবিরহাট, তালডাঙ্গা, চড়কতলা, এলাকার দুঃস্থ মানুষদের নূতন বস্ত্র ও খাবার প্যাকেট প্রদান করা হয়৷

এই অনুষ্ঠানে  অবধূতিকা আনন্দরেখা আচার্যা, হুগলী জেলার ভুক্তিপ্রধান ডঃ মৃণাল রায় এবং চন্দননগর ইয়ূনিটের মার্গী ভাইবোনেদের উপস্থিতি ও সাহায্যে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে৷

 

গার্লস চিল্ড্রেন্স হোমে বস্ত্রদান

গত ১৯শে অক্টোবর,২৩ হুগলী জেলার চুঁচুঁড়া নিবাসী শুভাকাঙ্খী গৌতম রায় ও তাঁর স্ত্রী আনন্দমার্গ গার্লস চিলড্রেন্স হোম, উমানিবাস, আনন্দনগর মেয়েদের শারদোৎসব উপলক্ষ্যে নিজ হাতে নতুন বস্ত্র বিতরণ করেন৷

 

কান্দীতে বস্ত্র বিতরণ

গত ১৯শে অক্টোবর,২৩ আনন্দমার্গ কান্দী শাখার পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে ধূতি, শাড়ী ও ছোটদের পোশাক মিলিয়ে প্রায় ৮০ জনকে নোতুন বস্ত্র দেওয়া হয়৷ আনন্দমার্গ সংস্থার কান্দী  শাখার ভারপ্রাপ্ত সন্ন্যাসী আচার্য বানীব্রত ব্রহ্মচারী বলেন---স্থানীয় সহৃদয় মানুষের সহায়তায় প্রায় ২০ বছর ধরে আনন্দমার্গ এই বস্ত্র বিতরণ ও অন্যান্য সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে৷ এই অনুষ্ঠান সফল করার জন্য যারা পাশে দাঁড়িয়েছেন তাঁরা হলেন---সাক্ষীগোপাল দেব, কৃষ্ণচন্দ্র ঘোষ, অংশুমান ঘোষ, বিশ্বজিৎ সরকার দেবাশীষ গাঙ্গুলি, অমিত কুমার গাঙ্গুলী, দীপঙ্কর

মেদিনীপুর সদরব্লকে বস্ত্র বিতরণ

গত ২১শে অক্টোবর আনন্দমার্গ সেবাদল মহিলা শাখার পক্ষ থেকে মেদিনীপুর সদর ব্লকে কয়েকটি স্থানে দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ উপস্থিত ছিলেন শোভা দাস, সাথী দাস,ইলা পাত্র, পুষ্প ঘোষ, পারুল সাধু প্রমুখ৷