কৃষ্ণনগরে কীর্ত্তন দিবস পালন
৮ই অক্টোবর,২৩ মহাসমারোহে রবিবার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্তের উপস্থিতিতে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বাসভবন মধুপর্ণায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন বৃন্দাবন বিশ্বাস, তাপসী মুখার্জী, অণুপ্রিয়া দেব,রেখা মণ্ডল, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা স্বাধ্যায় হয়৷