আর্থিক মুক্তির নবদিগন্ত প্রাউটের অর্থনীতি বিষয়ে মেদিনীপুরে প্রাউট প্রশিক্ষণ শিবির
আগামী ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত মেদিনীপুর শহরে কেরানীটোলা আনন্দমার্গ সুকলে পাঁচদিনের একটি প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে৷ পাঁচদিনের এই শিবিরে পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার (ধর্মগুরুরূপে যিনি শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত) প্রবর্তিত প্রগতিশীল উপযোগতত্ত্ব প্রাউটের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে৷