আগামী জুন মাসে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনপর্বে চূড়ান্ত ট্রায়াল
আগামী জুন মাসে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন আরও এক ভারতীয় ক্রীড়াবিদ৷ অ্যাথলেটিক্সের ২০ কিলোমিটার হাঁটার ইভেন্টে আগামী অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন রাম বাবু৷ স্লোভাকিয়ায় আয়োজিত একটি প্রতিযোগিতায় জীবনের সেরা সময় করে প্যারিসের ছাড়পত্র পেয়েছেন তিনি৷ যদিও তাঁর অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত নয়৷ কারণ এই ইভেন্টে ভারতের আরও ছ’জন যোগ্যতা অর্জন করেছেন৷ অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য ১ ঘণ্টা ২০ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে হত৷ রাম ১ ঘণ্টা ২০ মিনিট সময় হাঁটা শেষ করে তৃতীয় হয়েছেন৷ ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে স্লোভাকিয়ার ডুনিস্কা ৫০ মিটে পজক জিতলেন তিনি৷ গত