প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা রামনগর কেন্দ্রে
রামনগর, ১৫ই সেপ্ঢেম্বর:- আনন্দমার্গ প্রচারক সংঘ- এর সাংস্কৃতিক প্রকোষ্ঠ রেনেসাঁ আর্টিস্ট এন্ড রাইটার্স এসোসিয়েশন, (রাওয়া) রামনগর শাখা আয়োজিত প্রভাত সঙ্গীতের ৪২তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতার প্রারম্ভিক প্রতিযোগিতা আয়োজিত হয় রামনগর রাও হাই স্কুল প্রাঙ্গণে৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রভাত সঙ্গীতের আকর্ষণে রামনগর, দীঘা, এগরা প্রভৃতি এলাকা থেকে অত্যন্ত উৎসাহ নিয়ে বিভিন্ন বিভাগে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে৷ অঙ্কন বিভাগে বিচারক ছিলেন পাঁশকুড়া থেকে বাসুদেব মন্ডল, সঙ্গীত বিভাগে বিচারক ছিলেন হলদিয়া থেকে অলকা বর্মন ও পাঁশকুড়া থ