এক দেশ এক ভোট স্বৈরাচারী পদক্ষেপ বিরোধী বাধায় পিছু হটলো সরকার
ভারত কোন একটি দেশ নয়, ভারত নানা ভাষা কৃষ্টি ও সাংস্কৃতিক অভিব্যক্তির নানা জনগোষ্ঠীর একটি যুক্ত রাষ্ট্র৷ তাই বলা যায় ভারত কোন একটি বৃহৎ গাছ নয়৷ ভারত নানা গাছের সমাহারে একটি বাগান৷ প্রতিটি গাছের সতেজতাই বাগানের সৌন্দর্য৷ ঠিক তেমনি ভারতবর্ষের প্রতিটি জনগোষ্ঠীর সম অধিকার অর্জনের মধ্য দিয়েই ভারতবর্ষের যুক্ত রাষ্ট্রীয় কাঠামো সুদৃঢ় হবে৷ সেখানে একভাষা, এক দেশ এক নির্বাচনের প্রচেষ্টা হিতে বিপরীত হতে পারে৷ যুক্ত রাষ্ট্রীয় কাঠামোর সংহতি দুর্বল করতে পারে৷