আসরে প্রিয়ঙ্কা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নেহেরু পরিবারের  বৃত্ত থেকে কংগ্রেস কোনো রকমেই বেরুতে  পারছে না৷ কংগ্রেসকে নির্বাচনী  বৈতরণী পার  করতে  কংগ্রেসের  পক্ষ থেকে  নির্বাচনের  কান্ডারী হিসেবে শেষ পর্যন্ত  আসরে নামানো  হ’ল প্রিয়ঙ্কাকে৷ ২৩শে জানুয়ারী প্রিয়ঙ্কা  গান্ধীকে এ.আই.সি-সি’র-সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হ’ল ও তাঁকে  পূর্ব উত্তরপ্রদেশের  দায়িত্ব দেওয়া হ’ল৷ উত্তর প্রদেশ হ’ল  নরেন্দ্র মোদি-অমিত শাহ-র সবচেয়ে বড় ভরসা৷ তারপর বারাণসী আসন মোদির নির্বাচনী  কেন্দ্র৷  অপরদিকে  সপা-বি.এস.পি কংগ্রেসকে বাদ দিয়েই  নির্বাচনী জোট  গড়ে তুলেছে৷  এখন  তাই  কংগ্রেসের  একমাত্র ভরসা প্রিয়াঙ্কা  বলে মনে করছেন  কংগ্রেসের  নেতারা৷