বাঙালী মহিলা সমাজের  কেন্দ্রীয় সম্মেলন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ৩০ ও ৩১শে মার্চ বীরভূম জেলার সাঁইথিয়ার  নন্দীকেশ্বরী যাত্রীনিবাসে বাঙালী মহিলা সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়৷ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম ও ঝাড়খণ্ডের বিভিন্ন  জেলা থেকে বাঙালী মহিলা সমাজের  প্রায় ৩০০ জন প্রতিনিধি  এই সম্মেলনে  যোগদান  করেন৷ ২ দিন ব্যাপী এই সম্মেলনে তারা বাঙালী মহিলাদের বিভিন্ন  সমস্যা নিয়ে আলোচনা করেন ও সর্বত্র বাঙালী মহিলা সমাজের  সংঘটনকে বাড়িয়ে তোলার জন্যে বিভিন্ন  পদক্ষেপ নিয়ে  আলোচনা  করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রাবণী বসাক৷

বাঙালী মহিলা সমাজের  নেত্রী  সাগরিকা পাল বলেন, তাঁদের দাবী ঃ---

(১) সামাজিক, অর্থনৈতিক ও ধর্মমতের কুসংস্কার রুখতে তথা সার্বিক শোষণমুক্ত নারীসমাজ গড়তে প্রাউটের প্রতিষ্ঠা চাই৷ (২) প্রতিটি নারীর অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা চাই৷ (৩) চলচ্চিত্রে–নাটকে অনাবৃত নারীদেহ প্রদর্শনকারীর কঠোর শাস্তি দিতে হবে৷ (৪) সাংস্কৃতিক অবক্ষয় রুখতে বিকৃত ক্যাবারে–পপ–ডিসকো নৃত্য, চিত্ত চাঞ্চল্যকর সমস্ত রকম সঙ্গীত, অশ্লীল পত্র–পত্রিকা নিষিদ্ধ করতে হবে৷ (৫) শিক্ষার সর্বোচ্চস্তর পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক, বাধ্যতামূলক ও অধ্যাত্মভিত্তিক করতে হবে৷

সম্মেলন বাঙালী মহিলা সমাজের  নূতন কেন্দ্রীয় কমিটি (এ্যাড হক) তৈরী করা হয়৷  ওই কমিটিতে  আছেন --- ১) সাগরিকা পাল , সচিব৷ ২) অমিতা দাস--- সহ সচিব৷  ৩) অর্থসচিব--- সুনন্দা সাহা৷ ৪) কার্যালয় সচিব---শ্রাবণী বসাক৷  ৫) প্রচার ও জনসংযোগ সচিব ---গার্গী বিশ্বাস৷ ৬) বর্ণালী রায়, সদস্যা৷ ৭) প্রতিমা রায়---সদস্যা৷ ৮) অঞ্জনা  সাহা--- সদস্যা৷ ৯) তৃপ্তি মাইতি---সদস্যা৷ ১০) মেণকা  বিশ্বাস ,সদস্যা৷ ১১) বিজলী মণ্ডল৷