সংবাদদাতা
পি.এন.এ.
সময়
অসম সরকারের বাঙালী বিদ্বেষী আচরণের বলি হলেন আরও এক হিন্দু বাঙালী৷ গত ৮ই জুলাই ২০২১ বিদেশী তকমা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৭৫ বছর বয়সী প্রবীণ হোমিওপ্যাথি ডাক্তার রঞ্জিত কুমার সেন৷ ২০১৮ সালে ৬ই এপ্রিল শ্রী সেনকে বিদেশী বলে ডিটেনশন ক্যাম্পে পাঠান হয়৷ দু’বছর পর ২০২০ সালের ২৭শে এপ্রিল তিনি জামিনে মুক্তি পান৷ কিন্তু বিদেশী তকমা থেকে মুক্তি পাননি৷ প্রতি সপ্তায় একদিন তাঁকে থানায় হাজিরা দিতে হত৷ সেই মানসিক যন্ত্রণার কারণেই শ্রী সেন মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এমনটাই অভিযোগ শ্রী সেনের পুত্র ঋত্বিক সেনের৷ তিনি বলেন ১৯৬৬ সাল থেকে বহুবার নাগরিক অধিকার প্রয়োগ করে ভোট দিয়েছেন৷ আজ তাঁকে বিদেশী তকমা নিয়ে মরতে হলো৷ এই ভাবে অসমে আর কত বাঙালীর প্রাণ যাবে!