দুর্নীতিতে এগিয়ে চলেছে দেশ

সংবাদদাতা
নিজস্ব প্রতিনিধি
সময়

সরকার যতই দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাক দেশ কিন্তু আর্থিক দুর্নীতিতে দ্রুত এগিয়ে চলেছে৷ এটা কোন বিরোধী দলের অভিযোগ নয়৷ ২০১৮-২০১৯ আর্থিক বছরে কেন্দ্রীয় ব্যাঙ্কের যে বার্ষিক রিপোর্ট প্রকাশ হয়েছে তা থেকেই এই তথ্য পাওয়া গেছে৷ রিপোর্টে বলা হয়েছে ২০১৮-১৯ আর্থিক বর্ষে জালিয়াতি ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৭-১৮ অর্থ বর্ষে জালিয়াতির পরিমাণ ছিল ৪১ হাজার ১৬৭ কোটি টাকা৷ ২০১৮-১৯-এ তা ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১ হাজার ৫৪৩ কোটি টাকা৷

রিপোর্টে আরও বলা হয়েছে দুর্নীতি বৃদ্ধির সংখ্যা অবশ্য মাত্র ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এর অর্থ বড় বড় রাঘব বোয়ালরাই জালিয়াতিতে জড়িয়ে আছে৷ সিবিআই যাদের টিঁকিও ছুঁতে পারবে না৷