উত্তর ২৪ পরগণা ঃ ২১শে সেপ্ঢেম্বর মধ্যমগ্রাম ও দমদম ক্যাণ্টনমেণ্টে আমরা বাঙালী দলের কর্মী সমর্থকরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে এন আর সি-র বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷
ফ্যাসিষ্ট শোষক ও স্বৈরাচারী সরকারের যাঁতাকলে পড়ে আজ বাঙালী জনগোষ্ঠীর প্রাণ ওষ্ঠাগত৷ ইতোমধ্যে অসমে পঁচিশ লাখ বাঙালীর জীবন অনিশ্চিত অন্ধকারে এন আর সি-র কোপে পড়ে৷ পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা অত্যন্ত সুচতুরভাবে রাজ্যে এন আর সি আতঙ্ক ছড়িয়ে দিয়েছে৷ তার বিষময় ফল ফলতে শুরু হয়েছে৷ ইতোমধ্যে কয়েকজন আত্মহত্যা করেছে৷ রাজ্যে যদি প্রধান বিরোধী দলের নেতা এইভাবে এন আর সি আতঙ্ক ছড়ায় তবে আত্মহত্যার সংখ্যা আরো বাড়বে৷ কথাগুলি বলেন মধ্যমগ্রামে এক সভায় ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ৷ বাঙালী ছাত্র যুব সমাজের পক্ষে বক্তব্য রাখেন তপোময় বিশ্বাস৷ তিনি বলেন---পশ্চিমবঙ্গকে অসম হতে দেব না৷ এখানে যে কোন মূল্যে এন আর সি রুখবই৷ যে যত বড় হুমকীই দিক, তিনি যত বড়ই নেতা হোন পশ্চিমবঙ্গে এন আর সি করতে এলে প্রকৃত বাঙালী কাকে বলে পরিচয় পাবে৷
এদিন ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকরা মধ্যমগ্রামে ও দমদম ক্যাণ্টনমেণ্টে মিছিল ও সমাবেশ করে বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভ সভায় আরও বক্তব্য রাখেন অরূপ মজুমদার, গোপাল রায় চউধুরী, বিপ্রদীপ সরকার প্রমুখ৷