সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিদায়ী লোকসভার ৫২১ জন সাংসদের দায়ের করা হলফনামা থেকে এ.ডি.আর (এ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস্) সমীক্ষা করে জানিয়েছে, এই ৫২১ জন সাংসদের ৮৩ শতাংশ অর্থাৎ ৪৩০ জনই কোটিপতি৷ এরমধ্যে বিজেপি’র কোটিপতি সাংসদের সংখ্যা ২২৭ জন, কংগ্রেসের ৩৭ জন, আর ২৯ জন এ.ডি.এম কে-র৷ এদের মধ্যে ৩২ জন সাংসদ তাদের হলফনামায় জানিয়েছেন, তাদের সম্পদের পরিমাণ-৫০ কোটি টাকারও বেশি৷ মাত্র ২৯ জন সাংসদের সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ টাকার কম৷
দেশের সবচেয়ে গরীব সাংসদ বিজেপি’র প্রতিনিধি সুমেধানন্দ সরস্বতী৷ তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র ৩৪,৩১১ টাকা৷ আর সবচেয়ে ধনী সাংসদ তেলেগু দশম পার্টির জয়দেব গাল্লা৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৬৮৩ কোটি টাকা৷