সংবাদ দর্পণ

আবাসিক ছাত্রদের মানসাধ্যাত্মিক অনুশীলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মানুষের জীবন ত্রি-স্তরীয় জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক৷ সকলেই জাগতিক উন্নতি নিয়ে ব্যস্ত থাকে৷ মানস-আধ্যাত্মিক কল্যাণ ও উন্নতির ব্যাপারে খুবই নগণ্য সংখ্যক চিন্তা-ভাবনা করেন৷ কিন্তু আনন্দমার্গ পাঁচ বছর বয়স থেকেই মানসাধ্যাত্মিক শিক্ষা ও অনুশীলন করে থাকে৷ আবাসিক ছাত্রদের দুই বেলা নিয়মিত অনুশীলন করতেই হয়৷ আনন্দনগরে প্রতি রবিবার সকালে হাইস্কুলের সমস্ত আবাসিক ছাত্রদের মিলিতভাবে মানসাধ্যাত্মিক অনুশীলন করা হয়ে থাকে৷

ষ্টাডি সার্কেলে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৭শে জুলাই’২৪ শনিবার রেণেশাঁ ইয়ূনিবার্সাল আনন্দনগরের পক্ষ থেকে আনন্দমার্গ হাইস্কুলে ষ্টাডি সার্কেলের আয়োজন করা হয়৷ বর্তমান সমাজ অবক্ষয়ের থেকে সমাধানের উপায় বিষয়ে বক্তব্য রাখেন মনোজ সেনাপতি, শিক্ষক, আচার্য মোহনানন্দ অবধূত, আচার্য গুরুদত্তানন্দ অবধূত, আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত৷

ডিমডিহায় যোগ শিক্ষা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৩-১৪ জুলাই’২৪ আনন্দনগর ‘বি’ ডিট লেভেল যোগ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় ডিমডিহা আনন্দমার্গ জাগৃতি ভবনে৷ এই প্রথম ডিট লেভেল শিবিরে রাতে থাকার আয়োজন করা হয়৷ শনিবার মার্গীরা সবাই শিবিরে পৌঁছে যান৷ শিবিরে ষোড়শ বিধি পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়৷ আচার্য পূর্ণজ্ঞানানন্দ অবধূত, আচার্য সুরেশানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা প্রশিক্ষক রূপে ছিলেন৷

নামকরণ ও নাম সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২১শে জুলাই’২৪ প্রতিমাসের ন্যায় মাসিক তৃতীয় রবিবার বাবা স্মৃতিসৌধে তিন ঘণ্টা অখণ্ড বাবা নাম কেবলমনাম-সংকীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয় থাকে৷ এই উপলক্ষ্যে শালগ্রাম নিবাসী শক্তিপদ ও শিখা মাহাতোর প্রথম পুত্র সন্তানের পর দ্বিতীয় কন্যা সন্তানের আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে নামকরণ করা হয়৷ পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷ নবাগতা শিশুর নাম রাখা হয় আরোহী৷

ভারতীয় ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হানা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

‘র‌্যা নসময়্যার’ হানায় দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কের টাকা আদানপ্রদানের পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম৷ ওই ব্যাঙ্কগুলিতে লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যা নসময়্যার হানার শিকার হয়েছে৷ এই সাইবার হানার বিষয়ে এখনও বিশদে জানায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)৷

ন্যাশনাল পেমেন্ট কর্র্পেরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সাইবার হানা সম্পর্কে জানিয়েছে৷ তারা জানিয়েছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআই দ্বারা পরিচালিত খুচরো লেনদেন ব্যবস্থা থেকে অস্থায়ী ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে৷ এনপিসিআই আরও জানিয়েছে, যে সকল ব্যাঙ্ক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত তাদের উপভোক্তারা সাময়িক ভাবে টাকা আদানপ্রদান করতে পারবেন না৷ দেশের টাকা আদানপ্রদানকারী নেটওয়ার্ক পরিষেবা থেকে ওই ব্যাঙ্কগুলিকে সাময়িক ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে৷

এনপিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ভারতে প্রায় দেড় হাজার সমবায় এবং আঞ্চলিক ব্যাঙ্ক রয়েছে৷ যেগুলির বেশির ভাগই বড় শহরের বাইরে কাজ করে৷ এর মধ্যে কয়েকটি ব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ যার মধ্যে বেশির ভাগই ছোট ব্যাঙ্ক৷ এই সাইবার হানার ফলে দেশের মোট লেনদেন পরিষেবার খুব ছোট অংশই প্রভাবিত হয়েছে৷ এনপিসিআই একটি অডিট করছে যাতে এই হানা ছড়িয়ে না পড়ে৷ দেশের শীর্ষ ব্যাঙ্ক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল৷ এরই মধ্যে গত বুধবারের এই হানা৷

হাওড়ায় ২৪ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭ ও ২৮শে জুলাই হাওড়া জেলার রাণীহাটি আশ্রমে ২৪ঘন্টা ব্যাপী অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন অনুষ্ঠানটি সফল করতে জেলার বিভিন্ন প্রান্তের মার্গী ভাইবোনেরা উপস্থিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য দেবাশীষানন্দ অবধূত, শ্রী সুশান্ত শীল, শ্রী লক্ষ্মীকান্ত হাজরা,আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও শ্রীমতি সুপ্রিমা ভৌমিক প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস.ডি.এমের ভুক্তিপ্রধান ও জেলার জেনারেল ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই-বোনেরা৷

বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত শ্রীসমরেন্দ্রনাথ ভৌমিকের মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হাওড়ার আমতা ব্লকের উদং গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সমরেন্দ্রনাথ ভৌমিক গত ৩ রা জুলাই’২৪ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর৷ তিনি ছিলেন একাধারে যশস্বী শিক্ষক, বিশিষ্ট গণিতজ্ঞ ও বিশ্লেষন মূলক গ্রন্থ প্রনেতা, ‘নোতুন পৃথিবী’ পত্রিকার ধারাবাহিক লেখক৷ তাঁর মৃত্যুতে আনন্দমার্গের প্রভূত ক্ষতি হল৷ ওনার বাস ভবনে গত ১২ ই জুলাই’২৪ আনন্দমার্গীয় বিধি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ পৌরহিত্য করেন ও শ্রাদ্ধানুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য দেবেশানন্দ অবধূত৷ সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন সুপ্রিয়া ভৌমিক,শুভ্রা ভৌমিক,মহানন্দ ব্রহ্মচারী, প্রশান্ত শীল প্রমূখ৷ খোল ও করতাল বাজিয়ে সহযোগিতা করেন উত্তম মন্ডল ও হারাধন পাল৷ এছাড়াও বিশিষ্ট আনন্দমার্গীরা উপস্থিত ছিলেন৷ আত্মীয় পরিজন ও প্রতিবেশী মানুষ জন ও উপস্থিত ছিলেন৷ স্মৃতিচারণ করেন শ্রী তপন ভৌমিক, বকুল চন্দ্র রায়, লক্ষীকান্ত হাজারা, এছাড়াও সহযোগিতায় ছিলেন প্রবীর বিশ্বাস, মনিকা ঘোড়ুই, দীপ্তি বিশ্বাস, ভারতী কুন্ডু, সুচিত্রা রীত, সুশান্ত শীল, দিদি রসধ্যানা আচার্যা, সুভাস মন্ডল,বাপি মান্না, অমর চ্যাটার্জী, প্রদ্যুৎ মাইতি প্রমুখ৷

শোকবিহ্বল অনুষ্ঠানে শ্রীসমরেন্দ্রনাথ ভৌমিকের দুই পুত্র সৈকত ভৌমিক, শৈবাল ভৌমিক ও স্ত্রী অনুপমা ভৌমিক, কনিষ্ঠ ভ্রাতা তপন ভৌমিক, ভ্রাতৃবধূ সুপ্রিয়া ভৌমিক উপস্থিত ছিলেন৷ জেলার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত ভৌমিক ও শ্রী তপন ভৌমিকের পরিচালনায় শোকবিহ্বল পরিবেশে সুষ্ঠভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি৷

মেঘভাঙা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত শিমলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ওয়েনাড়ের বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ এরই মধ্যে ফের প্রকৃতির রুদ্ররূপ হিমাচল প্রদেশে৷ হিমাচলের একাধিক এলাকা মেঘ ভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ চালাচ্ছে৷ মান্ডির থালতুখড় এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে অন্তত বহু মানুষ নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ সংবাদ সংস্থা এ এন আইকে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মান্ডির ডেপুটি কমিশনার অপূর্ব দেবগন৷ শিমলা জেলার রামপুরের কাছে সামেজখড় এলাকাতেও মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ হয়েছে অনেকে৷ তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে৷ এই মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ তবে প্রাথমিক ভাবে স্থানীয় সূত্রে খবর, গত বুধবার গভীর রাতে কুলুতে একটি বাড়ি ভেঙে পার্বতী নদীর জলে ভেসে গিয়েছে৷ হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ গত বৃহস্পতিবার কিন্নর, লাহুল ও স্পিতি ছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ শিমলা, কুলু, সোলান, সিরমোর ও কিন্নর জেলায় হড়পা বান ও ধস নামার সম্ভাবনার বিষয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর৷ ভোরের মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলের শিমলা, মান্ডি-সহ একাধিক অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে৷

 ক্যালিফোর্নিয়ায় দাবানল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৪শে জুলাই উত্তর ক্যালিফোর্নিয়ায় ওই আগুন লাগে৷ ছড়িয়ে পড়তে থাকে দ্রুত চিকোর উত্তর-পূর্বে৷ প্রায় ৩৭০০ দমকলকর্মী টানা লড়ে চলেছেন৷ কিন্তু বেগ পেতে হচ্ছে প্রবল হাওয়ার মধ্যে উঁচু-নিচু এলাকার আগুন নেভাতে৷ শুক্রবার বিকেল পর্যন্ত ভস্মীভূত হয়ে গিয়েছিল ১,৭৮,০৯০ একর এলাকা৷ তা শনিবার বিকেলে এসে দাঁড়িয়েছে ৩,৫০,০১২ একরে৷ প্রতি ঘণ্টায় পাঁচ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে৷ আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে অন্তত ১৬টি হেলিকপ্ঢার৷ আগুন লাগার পরের দিন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জ্বলন্ত গাড়ি বিউট কাউন্টির কাছের একটি খাঁড়িতে গড়িয়ে দিয়ে তিনিই জঙ্গলে আগুন ধরিয়েছেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা৷ তাঁদের দাবি, ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়ে রনি ডিন স্টাউট নামে বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি আতঙ্কে ছুটতে থাকা মানুষের মধ্যে মিশে গিয়ে ঠান্ডা মাথায় পালিয়েছিলেন৷ আমেরিকায় এখন ১০২টি বড় দাবানল চলছে৷ যার একটি এই ‘দ্য পার্ক ফায়ার’৷ দাবানলের অধিকাংশই হচ্ছে পশ্চিম উপকূলের নানা প্রদেশে৷ বৃহস্পতিবার রাতে ওরেগনে আগুন নেভাতে গিয়ে এক পাইলটের মৃত্যু হয়েছে বিমান ভেঙে৷