সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
হাওড়ার আমতা ব্লকের উদং গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী সমরেন্দ্রনাথ ভৌমিক গত ৩ রা জুলাই’২৪ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বৎসর৷ তিনি ছিলেন একাধারে যশস্বী শিক্ষক, বিশিষ্ট গণিতজ্ঞ ও বিশ্লেষন মূলক গ্রন্থ প্রনেতা, ‘নোতুন পৃথিবী’ পত্রিকার ধারাবাহিক লেখক৷ তাঁর মৃত্যুতে আনন্দমার্গের প্রভূত ক্ষতি হল৷ ওনার বাস ভবনে গত ১২ ই জুলাই’২৪ আনন্দমার্গীয় বিধি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ পৌরহিত্য করেন ও শ্রাদ্ধানুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য দেবেশানন্দ অবধূত৷ সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনা করেন সুপ্রিয়া ভৌমিক,শুভ্রা ভৌমিক,মহানন্দ ব্রহ্মচারী, প্রশান্ত শীল প্রমূখ৷ খোল ও করতাল বাজিয়ে সহযোগিতা করেন উত্তম মন্ডল ও হারাধন পাল৷ এছাড়াও বিশিষ্ট আনন্দমার্গীরা উপস্থিত ছিলেন৷ আত্মীয় পরিজন ও প্রতিবেশী মানুষ জন ও উপস্থিত ছিলেন৷ স্মৃতিচারণ করেন শ্রী তপন ভৌমিক, বকুল চন্দ্র রায়, লক্ষীকান্ত হাজারা, এছাড়াও সহযোগিতায় ছিলেন প্রবীর বিশ্বাস, মনিকা ঘোড়ুই, দীপ্তি বিশ্বাস, ভারতী কুন্ডু, সুচিত্রা রীত, সুশান্ত শীল, দিদি রসধ্যানা আচার্যা, সুভাস মন্ডল,বাপি মান্না, অমর চ্যাটার্জী, প্রদ্যুৎ মাইতি প্রমুখ৷
শোকবিহ্বল অনুষ্ঠানে শ্রীসমরেন্দ্রনাথ ভৌমিকের দুই পুত্র সৈকত ভৌমিক, শৈবাল ভৌমিক ও স্ত্রী অনুপমা ভৌমিক, কনিষ্ঠ ভ্রাতা তপন ভৌমিক, ভ্রাতৃবধূ সুপ্রিয়া ভৌমিক উপস্থিত ছিলেন৷ জেলার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত ভৌমিক ও শ্রী তপন ভৌমিকের পরিচালনায় শোকবিহ্বল পরিবেশে সুষ্ঠভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানটি৷