সংবাদ দর্পণ

জিডিপির পূর্বাভাস মেলেনি-আর্থিক বৃদ্ধি ১৫ মাসে সর্বনিম্ন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০২৪-২৫ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিক পরিসংখ্যানে আর্থিক বৃদ্ধির যে পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্ক দিয়েছিল, যা নিয়ে বিজেপি নেতা-মন্ত্রীরা আর্থিক বৃদ্ধির বড়াই করছিলেন তা যে অসার প্রথম ত্রৈমাসিক আর্থিক পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্রই জানিয়ে দিল৷ গত পাঁচটি ত্রৈমাসিকে এটাই সর্বনিম্ন জিডিপি বৃদ্ধির হার৷ আগের ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ ২০২৪-২৫-এর প্রথম তিন মাসে আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাসকে ভুল প্রমান করে প্রথম ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধি ৬.৭ শতাংশ৷

‘আমরা বাঙালী’ নেতা শ্রী তপোময় বিশ্বাস বলেন---জিডিপির সঙ্গে দেশের সার্বিক আর্থিক চিত্রের কোন সম্পর্ক নেই৷ জিডিপি বৃদ্ধির হার দেখিয়ে সরকার আর্থিক বিকাশের যে বড়াই করে তা দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা৷ আর্থিক বৃদ্ধির যে ত্রৈমাসিক পরিসংখ্যান সরকার প্রকাশ করে তা মুষ্টিমেয় ধনিক শ্রেণীর সঙ্গে সম্পর্কিত৷ সাধারণ মানুষ কি উৎপাদন করে কি খায় তা দেশের অর্থনীতিবিদরা জানেন না, হিসাবের মধ্যেও ধরে না৷

শ্রী বিশ্বাস বলেন পুঁজিবাদ নিয়ন্ত্রিত রাজনৈতিক গণতন্ত্রের দেশ ভারতবর্ষে আর্থিক পরিকল্পনা তৈরীই হয় শোষকের স্বার্থের দিকে তাকিয়ে৷ তাই অর্থনৈতিক বৈষম্য আকাশ-পাতাল৷ এই বৈষম্য দূর করার একমাত্র পথ পুঁজিবাদ নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়ে প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা রূপায়ন করতে হবে৷ আর্থিক ক্ষমতা থাকবে সাধারণ মানুষের হাতে৷ জীবন ধারণের সর্বনিম্ন প্রয়োজনপূর্ত্তির ক্রয়ক্ষমতা প্রতিটি মানুষকে দিতে হবে৷ যে দিন এটা সম্ভব হবে সেদিনই আর্থিক বিকাশের বড়াই করা শোভা পাবে৷

চুঁচুঁড়ায় আনন্দমার্গ দর্শনের উপর মনোজ্ঞ আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই সেপ্ঢেম্বর হুগলী জেলার চুঁচুড়া আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের উপর একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় জেলার বিভিন্ন প্রান্তের প্রায় পঞ্চাশজন মার্গী ভাইবোন আলোচনা সভায় যোগ দেন৷ সকাল ১০টায় সভার শুরুতে প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর আলোচনা শুরু হয়৷ আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বিষয়গুলি ছিল ‘বৃহতের আকর্ষন ও সাধনা’ আন্তরিক শক্তির উৎস’ ‘প্রমা’ ও ‘অর্থনৈতিক গণতন্ত্র’৷

আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত বলেন বর্তমান সামাজিক অবক্ষয়ের কারণ শিল্প সাহিত্য সংস্কৃতিতে অশ্লীলতার বাড়-বাড়ন্ত, অর্থনৈতিক বৈষম্য ও ধর্মান্ধতা! সমাজকে এই অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে হলে পুঁজিবাদ নিয়ন্ত্রিত আর্থিক কাঠামো ভেঙে জনগণের হাতে আর্থিক ক্ষমতা তুলে দিতে হবে প্রাউটের বিকেন্দ্রিত আর্থিক ব্যবস্থা রূপায়ন করে৷ শিক্ষার প্রাথমিক স্তর থেকেই শিশু মনে নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিকতার বীজ বপন করতে হবে৷ মনে রাখতে হবে শুধু রাজনৈতিক নেতামন্ত্রীরা নয়, আদর্শ সমাজ ঘটনে কবি, সাহিত্যিক, শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষদের ভূমিকা গুরত্বপূর্ণ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানস মণ্ডল ও স্কুলের শিক্ষকগণ৷

মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা বিধাননগর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী স্বপন সাহার কনিষ্ঠ পুত্র কৌশিক সাহা ও পুত্রবধূ শিল্পা সাহার প্রথম কন্যা সন্তানের অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দকরুণা আচার্যা৷ শিশুকন্যার নাম রাখা হয় তনুশ্রী৷ অনুষ্ঠান শেষে তণুশ্রীর মুখে প্রথম অন্ন তুলে দেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷

অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালীর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অভয়া’র নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও অপরাধের উৎস বন্ধের দাবীতে ১১ই সেপ্ঢেম্বর ২০২৪, গত বুধবার কলকাতার রাজপথে বাগবাজার বাটার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে ‘আমরা বাঙালী’ সংঘটন৷ কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস সি.বি.আইয়ের উদাসীনতা, ঢিলেমির বিরুদ্ধে সরব হন৷ তিনি আরো বলেন মুখ খোলো সি.বি.আই, বাঙালী বোন অভয়া’র বিচার চাই.. দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, মাদক দ্রব্য, নোংরা অশ্লীল যৌনতা সর্বস্ব সিনেমা, নেট দুনিয়ায় নগ্ণ রঙিন চিত্রের অবাধ বিচরণ যা মূলত পশুবৃত্তি উষ্কানীমূলক অপরাধের উৎস...এগুলিকে অবিলম্বে নিষিদ্ধের দাবীতে একমাস ধরে রাজপথেই রয়েছে ‘আমরা বাঙালী’৷ এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, প্রাক্তন কেন্দ্রীয় সচিব তথা প্রবীণ নেতা বকুলচন্দ্র রায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, যুগ্মসচিব বন্দ্যোপাধ্যায়, যুথিকা চ্যাটার্জী, কলকাতা জেলা সচিব সুদীপ দাশগুপ্ত, সুশীল জানা, তপন সমাদ্দার, নমিতা দেব, তনিমা বৈরাগী, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, অরূপ মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ৷

ইউটিউব দেখে অস্ত্রোপচার করল চিকিৎসক! বিহারে মৃত্যু কিশোরের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে ‘চিকিৎসক’-এর দ্বারস্থ হয়েছিল ১৫ বছরের কিশোর৷ ইউটিউব ভিডিয়ো দেখে কিশোরের গলব্লাডার অস্ত্রোপচারও করেন চিকিৎসক ও তাঁর সঙ্গীরা৷ এর পরেই মৃত্যু হয়েছে কিশোরের৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে৷

নিহত কিশোরের নাম কৃষ্ণ কুমার৷ বিহারের সারানের বাসিন্দা ওই কিশোর৷ কৃষ্ণের পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন ধরেই বারবার বমি করছিল সে৷ সঙ্গে পেটে অসহ্য যন্ত্রণা৷ তড়িঘড়ি তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান তাঁরা৷ প্রাথমিক পরীক্ষার পর সেখানকার এক চিকিৎসক তাঁদের জানান, অবিলম্বে গলব্লাডার অস্ত্রোপচার করতে হবে৷ এর পর পরিবারের সম্মতি ছাড়াই ইউটিউব ভিডিয়ো দেখে অস্ত্রোপচার সেরেও ফেলেন ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ কিন্তু অস্ত্রোপচারের পরেই অবস্থার অবনতি হতে থাকে কিশোরের৷ সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় কিশোরের৷ ঘটনার পর থেকেই ফেরার ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীরা৷ চিকিৎসকের নাম অজিত কুমার পুরি৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ নিহত কিশোরের পরিবার দাবি করেছে, ওই ব্যক্তি আদৌ কোনও চিকিৎসক নন, তাঁর শংসাপত্রগুলিও ভুয়ো৷ ইতি মধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নিহত কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ওই ‘চিকিৎসক’ ও তাঁর সঙ্গীদের খোঁজ চলছে৷

গুজরাতের কচ্ছে ‘অজানা জ্বর’

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ক্রমাগত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত৷ তার মধ্যে নতুন বিপত্তি দেখা দিল কচ্ছ জেলার লাখপত তালুকে৷ সেখানে জ্বরে মৃত্যু হয়েছে ১২ জনের৷ তাঁদের মধ্যে রয়েছে চার শিশু৷ ওই শিশুদের সকলের বয়স ১২ বছরের কম৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত্যুর প্রাথমিক কারণ সম্ভবত নিউমোনিয়া৷ জ্বরের সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে রোগীদের৷ স্থানীয় কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জ্বরের কারণ নির্ণয় করতে পারেননি৷

পাকিস্তান সীমান্তের কাছেই রয়েছে এই লাখপত তালুক৷ কচ্ছের জেলাশাসক অমিত অরোরা জানিয়েছেন, ওই তালুকে ২২টি পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছে৷ জ্বরে আক্রান্তদের রক্ত, লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে৷ দেখা হচ্ছে, ম্যালেরিয়া, ডেঙ্গি, সোয়াইন ফ্লু বা ক্রিমিয়ান-কঙ্গো জ্বর হয়েছে কি না! তাঁর কথায়, ‘‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিউমোনাইটিসে মৃত্যু হয়েছে আক্রান্তদের৷ ছোঁয়াচে কোনও রোগ বলে মনে হচ্ছে না৷’’

কচ্ছ জেলার পঞ্চায়েতের সদস্য মীনাবা জাডেজা গুজরাতের কংগ্রেস প্রধানকে একটি চিঠি দিয়েছেন৷ সেখানে দাবি করেছেন, ৩ থেকে ৯ সেপ্ঢেম্বর ১২ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের বয়স পাঁচ থেকে ৫০ বছর৷ লাখপতের প্রাক্তন সদস্য হুসেন রায়মা জানিয়েছেন, আক্রান্তদের প্রথমে লাখপত তালুকের ভার্মানগর টাউনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল৷ সেখান থেকে ভুজের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের দাবি, আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রয়েছে৷ পঞ্চায়েত সদস্য মহম্মদ জং জাটের দাবি, চিকিৎসকেরা সঠিক ভাবে রোগের কারণ নির্ণয় করতে পারেননি৷

মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই আগষ্ট শনিবার সন্ধ্যায় রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলের জাগৃতিভবনে ঘাটালের হরিসিংপুর গ্রাম নিবাসী শ্রী পলাশ বাগের সঙ্গে পাঁশকুড়ার গৌরাঙ্গপুর গ্রামনিবাসী শ্রীমতী সুস্মিতা মাইতির শুভ পরিনয় সুসম্পন্ন হল৷ প্রভাতসঙ্গীত, কীর্তন ও মিলিত সাধনার পর মূল বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য কাশীশ্বরানন্দ অবধূত এবং পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ মধুপর্ণা আচার্যা৷ আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত সারাক্ষণ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করতে সর্বপ্রকার সহযোগিতা করেছেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী পার্থসারথি পাল৷

শ্রাবণী পূর্ণিমা ও ডিট লেভেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে আগষ্ট সোমবার দীঘা আনন্দমার্গ আশ্রমে শ্রাবণী পূর্ণিমা ও ডিট লেভেল সেমিনার অনুষ্ঠিত হল৷ শুধু কাঁথি ও দীঘা ডিটের মার্গী নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মার্গী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ধন্য করেছেন৷ সকালে তিন ঘণ্টার অখণ্ড কীর্তন ও মিলিত সাধনার পর শ্রাবণী পূর্ণিমা দিনটির তাৎপর্য ও মানবজীবনে সাধনার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ দুপুরে মিলিত আহারের পর সেমিনারে ক্লাস নিলেন বিশিষ্ট মার্গী শ্রী শুভেন্দু ঘোষ৷ বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান সমাপ্ত হয়৷

মার্গীয় বিধিতে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা সেপ্ঢেম্বর পায়রা ডাঙ্গা নিবাসী শ্রী রজত গুহনিয়োগী ও শ্রীমতি শর্মিষ্ঠা গুহ নিয়োগীর নব জাতক পুত্রের মুখে ভাত ও নামকরণ অনুষ্ঠান মার্গীয় বিধিতে সম্পন্ন হয় নদীয়া জেলার মদনপুর নিবাসী শ্রীমতি অনিমা মণ্ডলের বাসগৃহে৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন মার্গী ভাই বোনেরা৷ মিলিত সাধনার পর অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী দাদা আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারীকল্যাণ বিভাগের কৃষ্ণনগর ডিট সেক্রেটারী ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা৷

কৃষ্ণনগরে আনন্দমার্গ দর্শনের ওপর মনোজ্ঞ আলোচনা চক্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৫শে আগষ্ট,২০২৪ রবিবার, বার্নীয়া, নদীয়া জেলার অন্তর্গত বার্নীয়া সংলগ্ণ উজিপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ৫৬ জন ছাত্র-ছাত্রা ও গ্রামবাসীর উপস্থিতিতে আনন্দমার্গ নদীয়া জেলার শাখার ব্যবস্থাপনায় আনন্দমার্গ দর্শনের ওপর একটি মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ আলোচনায় আনন্দমার্গের সাধনা বিষয় সহ আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে ২ঘন্টা ৩০ মিনিট ধরে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন --- নদীয়া জেলা আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ঠ প্রবীন তাত্বিক ও সুবক্তা শ্রী গোরাচাঁদ দত্ত মহাশয়৷ তাঁর আলোচনা উপস্থিত অতিথিবৃন্দ কর্তৃক ভূয়সী প্রসংসিত হয়েছে ও তাঁদের মধ্যে থেকে আনন্দমার্গের প্রতি অনুপ্রানিত হয়ে ২৬জন আনন্দমার্গের সাধনা শেখেন৷ এ ছাড়া কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা তথা কৃষ্ণনগর ডিটএস ---এল ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা কর্তৃক মূল্যবান আলোচনাও উপস্থিত সকলকে মুগ্দ করেছে৷ সাধনা শেখান ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷