‘ফসলের  ন্যায্যমূল্য  না পেয়ে আত্মঘাতী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বলাগড়ের (হুগলি) সিজা-কামালপুর  পঞ্চায়েতের  গৌরিণই গ্রামের  পেঁয়াজচাষী  সুমন্ত  ঘোষ (৩১) গত ২৭শে মার্চ হতাশ  হয়ে  আত্মহত্যা করেছেন৷ তিনি  নিজের ৫বিঘা জমি ও আরও  কয়েক বিঘা জমি লিজে নিয়ে পিঁয়াজ চাষ করেছিলেন৷ কিন্তু  বাজারে পেঁয়াজের দাম নেই৷  ৫০কেজি বস্তার পেঁয়াজের দাম মিলছে  মাত্র ১০০ টাকা৷ চাষীদের  কথায় পেঁয়াজ  মাঠ থেকে  আনার খরচও পোষাচ্ছে না৷ বৃষ্টিতে পেঁয়াজের ফলনও ভাল নয়৷  এই পরিস্থিতিতে  চাষের এই বিপুল ক্ষতি  কী করে সামাল দেবেন, কী করে ঋণ শোধ হবে--- এই ভেবে  ভেবে  শেষ পর্যন্ত  চাষে আগাছা মারার  যে ওষুধ কেনা ছিল ওই ওষুধ খেয়ে আত্মঘাতী হলেন৷ বিষ খাওয়ার পর  তাঁকে তাঁর আত্মীয়স্বজনেরা কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করেন৷ সেখানেই  গভীর রাতে তিনি মারা  যান৷