কলকাতা ঃ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হিন্দী বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে ‘আমরা বাঙালী’ সংঘটনের পক্ষ থেকে গত ২৫শে মার্চ শ্রদ্ধানন্দ পার্ক থেকে বেলা তিনটায় একটি প্রতিবাদ মিছিল আমহার্ষ্ট ষ্ট্রীট, বহুবাজার ষ্ট্রীট, সুরেন্দ্রনাথ ব্যানার্জী ষ্ট্রীট হয়ে ধর্মতলায় ওয়াই চ্যানেলে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়৷ এই প্রতিবাদ সভায় ‘আমরা বাঙালী’ সংঘটনের উপস্থিত বক্তারা পশ্চিমবাঙলায় হিন্দী ভাষার বিশ্ববিদ্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ করেন৷ বক্তারা বলেন, প্রতিবেশী রাজ্যগুলোতে স্কুল-কলেজে বাংলা ভাষায় পঠন-পাঠন স্থানীয় সরকার ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিয়েছে৷ এ ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ নীরব, শুধু তাই নয়, কলকাতা শহরেই ৭৫টি বাংলা মাধ্যম স্কুল বন্ধ হওয়ার মুখে৷ সেদিকে রাজ্য সরকারের কোনও দৃষ্টি নেই৷ অথচ কেবলমাত্র বোটের স্বার্থে হিন্দীভাষীদের তোয়াজ করার জন্যেই হিন্দী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে৷ বক্তারা পশ্চিমবঙ্গ সরকারের এই ভাষা নীতির তীব্র বিরোধিতা করেন৷ পথসভায় বক্তব্য রাখেন মাননীয় কেন্দ্রীয় সচিব শ্রী বকুল চন্দ্র রায়, প্রচার ও জনসংযোগ সচিব উজ্জ্বল ঘোষ, যুগ্ম সচিব হিতাংশু ব্যানার্জী, ত্রিপুরা রাজ্য কমিটির সাংঘটনিক সচিব শ্রী কেশব মজুমদার, ত্রিপুরা জেলা কমিটির সদস্য শ্রী গৌরাঙ্গ রুদ্র পাল প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়