শান্তি ও অহিংসার পীঠস্থান ভারত বর্তমানে বিশ্বশান্তি সূচকে নিম্নগামী দেশ

লেখক
প্রভাত খাঁ

অত্যন্ত দুঃখের ও লজ্জার কথা, তা হ’ল ভারতের মত বিরাট দেশ যে দেশ শান্তি ও অহিংসার বাণী বিশ্বকে আজীবন শুনিয়ে এসেছে সেই দেশ আজ বিশ্বশান্তি সূচকে নিম্নগামী, গত ১৬ই জুন ফাদারস্ ডে তে দিল্লী থেকে প্রকাশিত হয় এই সংবাদ৷ ইণ্টার ন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশিত সংবাদের রিপোর্টে এই তথ্য উঠে আসে৷ গ্লোবাল পিস্ ইনডেকস্ জানিয়েছে ভারতের অভ্যন্তরে হিংসা বাড়ছে৷ --- ভারতীয় সমাজে দ্বন্দ্ব, হিংসা ও অশান্তি ধারাবাহিকভাবে অব্যাহত৷ দেশের সীমান্তে রক্তপাতের পরিমাণ বেড়েই চলেছে, রিপোর্টে জানা গেছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভুটান প্রথম ২০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে৷ গত ১২ বছরে ৪৩ ধাপ এগিয়ে প্রথম ২০তে ঢুকে পড়েছে ভুটান৷ গত ২০০৮ সাল থেকে একটানা রয়েছে শীর্ষ তালিকায় আইসল্যাণ্ড৷ এরপর রয়েছে নিউজিল্যাণ্ড, অষ্ট্রিয়া, পর্তুগাল ও ডেনমার্ক৷ ভারতের স্থান ছিল ১৩৬-এ৷ সেখান থেকে বর্তমানে ১৪১ নম্বরে এসে পৌঁছেছে৷ বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ভারতের স্থান এই ১৪১ নম্বরে৷

কেন এমনটা হ’ল, এর মূল কারণ ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিছক দলীয় ক্ষুদ্র স্বার্থে ও নিছক ব্যষ্টি স্বার্থে এমন সব অমানবিক কাণ্ড ঘটাচ্ছে যে সমাজে শান্তি বিঘ্নিত হচ্ছে ও অসহায় মানুষ প্রাণ হারাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অষ্ট্রেলিয়ারএক বেসরকারী সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হয় বিশ্বশান্তি সূচক৷ বাঙলাদেশের স্থান ৫৩ নম্বর স্থানে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বেশ পিছিয়ে ভারত, পাকিস্তান, মায়ানমার ও আফগানিস্তান৷ ভারতের মত বিরাট গণতান্ত্রিক দেশে পানীয় জলটুকু সবাই পান না৷ এ নিয়েও অশান্তি বাড়ছে৷ তাছাড়া পাকিস্তান একনাগাড়ে ভারতের জম্মু-কশ্মীরে অনুপ্রবেশ ঘটিয়ে শান্তি বিঘ্নিত করছে৷ আর বর্তমানে ভারতের বূকে দলীয় রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়ে চলেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ কিছু রাজনৈতিক দল৷ এ কারণেও শান্তি প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে৷

স্মরণে রাখা দরকার ভারতের সংবিধান মহান মানবিকতাকেই স্বীকার করে সৃষ্টি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে নিছক দলীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো সেই মানবিক মূল্যবোধকেই নানা ভাবে আঘাত করে ভারতের অতীতের ঐতিহ্য ও গৌরবকে ধবংস করছে৷ তাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় সেই নৈমিষ্যারণ্যের মহান ঋষি ও মুনিদের বাণী ‘‘নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম্’’ বা ‘‘শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ’’ আজ ভারতের রাজনৈতিক দলগুলো স্বীয় সংকীর্ণ স্বার্থে সব কিছু ভুলে মানবিক মূল্যবোধকেই অস্বীকার করে দেশকে এক জঙ্গলের রাজ্যে পরিণত করেছে৷

আজ নৈতিকতা, মানবিকতা দেশ থেকে উবে গেছে৷ হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা দেশটিকে গ্রাস করছে৷ আজ অতীতের শান্তিপূর্ণ সমাজগুলিকে ধবংস করছে স্বার্থান্ধ রাজনৈতিক দলগুলো৷ আশা করব দেশের চিন্তাশীল ব্যষ্টিরা ভারতের বুকে শান্তি-শৃঙ্খলা রক্ষার কথা ভাববেন৷