আগরতলা ঃ কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায়ের উপস্থিতিতেরাজ্য কার্যালয়ে রাজ্য কমিটির সব সদস্যদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা হয়৷ উক্ত আলোচনা সভায় আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন যথশীঘ্র সম্ভব ঠিক করার জন্যে একটি প্রস্তাব গৃহীত হয়৷ তাছাড়া ত্রিপুরার যে সমস্ত ব্লক ও পঞ্চায়েতে কমিটি নেই, সেগুলিতে কমিটি গড়ার জন্যে বিশেষ জোর দেওয়া হয়৷
সিপাহীজেলা, ৬ই ফেব্রুয়ারী ঃ সিপাহী জেলার অধীনে চড়িলাম ব্লকে ‘আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায়ের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যত তাড়াতাড়ি সম্ভব ওই জেলায় বাকী ব্লক পঞ্চায়েত ও গ্রাম কমিটি গড়ার ওপর জোর দেওয়া হবে৷ উক্ত আলোচনা সভার বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শ্রী কেশব মজুমদার, রাজ্য কমিটির সদস্য শ্রী রামকৃষ্ণ দেবনাথ, ব্লক সচিব অসিত রঞ্জন দেব, এছাড়া বক্তব্য রাখেন সুব্রত দাস, দেবব্রত দাস অমৃত দেবনাথ, সুভাষ সরকার, কৃষ্ণধন পাল,সঞ্জিত দাস, রঞ্জিত বিশ্বাস, বিশ্বজিৎ দেবনাথ, রঞ্জিত পাল ও শ্রীশংকর দাস৷ কেন্দ্রীয় সচিব বকুল রায় উপস্থিত সদস্যদের বিভিন্ন স্তরের কমিটি গড়ে তোলার ওপর বিশেষ জোর দিতে বলেন ও প্রাথমিক সদস্য ও সক্রিয় সদস্য ও পপুলার মুভমেন্ট করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন৷